পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়ক শাহিন আফ্রিদি?

শাহিন শাহ আফ্রিদির মধ্যে পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়কের ছায়াফাইল ছবি: এএফপি

দুই–তিন বছর ধরে পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদি। তিন সংস্করণেই অপরিহার্য এই বাঁহাতি পেসার। পিএসএল কিংবা কাউন্টিতেও শাহিন আফ্রিদি দুর্দান্ত। পিএসএলে দল লাহোর কালান্দার্সকে সর্বশেষ আসরে শিরোপা জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে এ মৌসুমে বল হাতে ১৪ উইকেট তাঁর। প্রথম মৌসুমেই মুগ্ধ করেছেন সবাইকে। সাবেক ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ তো শাহিন আফ্রিদিকে পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়কই মনে করেন। গফ এমনটা মনে করছেন পিএসএলে লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে তাঁকে দেখেই।

শাহিন আফ্রিদি প্রতিভাবান, এ নিয়ে কোনো সন্দেহ নেই কারোর। তবে গফের মতে, সাফল্যের জন্য খিদে তাঁকে ভবিষ্যতে আরও সাফল্য এনে দেবে, ‘শাহিন দুর্দান্ত প্রতিভাবান, কোনো সন্দেহ নেই। সে সাফল্যের জন্য ক্ষুধার্ত। লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে দারুণ উদ্যমী ছিল, পিএসএলে তাঁর দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছে। সে অবশ্যই পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়ক।'

আফ্রিদি
ফাইল ছবি: এএফপি

শাহিন আফ্রিদিকে দেখে গফের মনে পড়ে যায় ওয়াসিম আকরামের কথা। গফ মনে করেন শাহিন আকরামের মতোই অনন্য এক ক্রিকেটার, ‘মিডলসেক্সের হয়ে শাহিন আফ্রিদিকে যা দেখলাম, তা ওয়াসিম আকরামকে মনে করিয়ে দেয়। শাহিন আকরামের মতোই দুর্দান্ত, অবিশ্বাস্য এক বোলিং তারকায় পরিণত হতে যাচ্ছে। আকরাম অনেক বছর পাকিস্তানের অন্যতম সেরা তারকা এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ছিল।’

তিন সংস্করণেই দারুণ খেলে যাচ্ছেন শাহিন। টেস্ট খেলেছেন ২৪টি, ওয়ানডে ৩০টি আর টি–টোয়েন্টি ৪০টি। যাতে তাঁর নেওয়া উইকেট-সংখ্যা যথাক্রমে ৯৫, ৫৯ ও ৪৭টি। গত টি–টোয়েন্টি বিশ্বকাপে তিনি পাকিস্তানের অন্যতম ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের প্রথম জয়ে বড় ভূমিকা ছিল তাঁর।