‘পারফেক্ট ১০’ অবাস্তব লাগছে এজাজ প্যাটেলের

ইতিহাস গড়লেন এজাজ প্যাটেলছবি: এএফপি

টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর এজাজ প্যাটেল বলেছিলেন, ‘মানুষ তো এমন কিছুরই স্বপ্ন দেখে!’ ভারতের প্রথম ইনিংসের ব্যাটিং চলেছে আজ দ্বিতীয় দিনও।

আজ ভারতের বাকি ৬ উইকেটের সব কটিই নেওয়ার পর কিউই স্পিনার তাহলে কী বলবেন? মানুষের অর্জন মাঝেমধ্যে কল্পনাও ছাপিয়ে যায়!

টেস্টে ইনিংসে ১০ উইকেট নেওয়া অলীক স্বপ্ন নয়। ৬৫ বছর আগেই প্রথম বোলার হিসেবে টেস্টে এ নজির গড়েন ইংরেজ জিম লেকার।

সেটা প্রথম কিন্তু শেষ নয়; ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে লেকারের পাশে নাম লেখান ভারতের অনিল কুম্বলে। দুজনই কিংবদন্তি বোলার। এজাজ প্যাটেল সে তুলনায় কেবল শুরু করলেন, চলতি মুম্বাই টেস্টসহ ১১ টেস্টের ক্যারিয়ার।

লেকার ক্যারিয়ারে ২৮তম টেস্টে আর কুম্বলে ৫১তম টেস্টে এসে ইনিংসে ১০ উইকেট নেন। তত দিনে অভিজ্ঞতা ও তারকা ইমেজে দুজনই প্রতিষ্ঠিত। কিন্তু এজাজের ক্ষেত্রে পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। প্রথম দিনে ৪ উইকেট পেয়ে যে বোলার ‘এমন কিছুরই স্বপ্ন দেখা’র কথা বলেন, তিনি ইনিংসে ১০ উইকেট নেওয়ার কথা কষ্মিনকালেও ভাবেননি; সে কথা বললে অত্যুক্তি হয় না মোটেও।

ক্রিকেটের মজা ঠিক এখানেই। চেষ্টা ও নিবেদন ধরে রেখে খেলতে থাকলে যে কেউ হয়তো সুযোগ পেয়ে যেতে পারেন যেকোনো কীর্তিতে ভাগ বসানোর।

মুম্বাই টেস্টে ভারতের প্রথম ইনিংসে টেস্ট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার পর এজাজের প্রতিক্রিয়াই বলে দেয়, একাই ১০ উইকেট নেওয়ার স্বপ্ন নিয়ে দ্বিতীয় দিনে তিনি বল করেননি, ‘অনেকটাই পরাবাস্তবতার মতো লাগছে। আমার মনে হয় না কেউ এমন কিছু ভেবে মাঠে নামে। মুম্বাইয়ে জন্ম নিয়ে, এখানে আবার ফিরে এসে এমন কিছু অর্জন করা অবশ্যই বিশেষ কিছু। কুম্বলে স্যারের মতো খ্যাতিমান মানুষের পাশেও বসতে পেরেছি।’

এজাজ প্যাটেলের জন্ম মুম্বাইয়ে। সেখানকার দর্শকদের সামনে এই কীর্তি নিশ্চয়ই জীবনে কখনো ভুলতে পারবেন না নিউজিল্যান্ডের এই স্পিনার।

বীরেন্দর শেবাগ টুইটে সে কথাই বললেন, ‘এই খেলায় অন্যতম কঠিন একটা কাজ। ইনিংসে ১০ উইকেট! এজাজ প্যাটেলের জন্য বাকি জীবন মনে রাখার মতো অর্জন। মুম্বাইয়ে জন্ম নিয়ে মুম্বাইয়েই ইতিহাস!’