পিএসএলে রান পেলেও তা উপভোগ করছিলেন না জেসন রয়

পিএসএলে ব্যাট হাতে সময়টা ভালো কাটিয়েছিলেন জেসন রয়। তবে তিনি সময়টা খুব একটা উপভোগ করতে পারেননিছবি: টুইটার

এবারের আইপিএলে গুজরাট টাইটানস নিলামে কিনেছিল ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়কে। তবে গুজরাটের হয়ে আইপিএল খেলা হয়নি রয়ের। আইপিএলে প্রথমবারের মতো খেলেই হার্দিক পান্ডিয়ার গুজরাট শিরোপাও জিতেছে, কিন্তু আগেই নাম প্রত্যাহার করে নেওয়ায় ইংলিশ তারকা আইপিএল জয়ের আনন্দটা গায়ে মাখতে পারেননি। মূলত জৈব সুরক্ষাবলয়ে থাকার আতঙ্কেই তিনি আইপিএল ছেড়েছিলেন।

কিন্তু এরপর কোনো এক অজানা কারণে রয়কে দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইংলিশ ক্রিকেট বোর্ড। ওই সময়টাকে ‘বাজে সময়’ই বলছেন ইংলিশ ক্রিকেটার। তবে তিনি মনে করেন, ক্রিকেট থেকে দূরে থাকার ওই সময়টা পরিবারের সঙ্গে কাটিয়ে তিনি আবারও চাঙা হয়ে উঠেছেন।

আরও পড়ুন
ইংল্যান্ডের ওপেনার জেসন রয়
ছবি: রয়টার্স

আইপিএলের আগে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছিলেন রয়। পিএসএলে ছিলেন দুর্দান্ত। ৬ ম্যাচে তিনি ৫০.৫০ গড় আর ১৭০.২২ স্ট্রাইক রেটে রান করেছিলেন ৩০৩। কিন্তু এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও তিনি সময়টা নাকি উপভোগ করছিলেন না, ‘সময়টা বড় অদ্ভুত ছিল। আমি পিএসএলে ভালো করছিলাম, কিন্তু কেন যেন সময়টা আমি মোটেও উপভোগ করছিলাম না। আমার মন অস্থির ছিল। সময়টাকে আমি খারাপ সময়ই বলব।’

তবে পিএসএল থেকে ফেরার পর তিনি সময়টা ভালো কাটিয়েছেন। পরিবারকে সময় দেওয়ার জন্যই তিনি আইপিএল খেলার লোভনীয় সুযোগ পায়ে ঠেলেছেন। তবে ওই সময়টা তাঁর জন্য ছিল দুর্দান্ত, ‘পিএসএল থেকে ফেরার পর দুটি মাস আমার খুব ভালো কেটেছে। আমি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। কঠিন দুটি বছর কাটিয়ে অনেক দিন পর আমি সাধারণ জীবন যাপন করেছি।’

আরও পড়ুন

জৈব সুরক্ষাবলয় তাঁর কাছে অসহ্য মনে হচ্ছিল, ‘৫০ দিন হোটেলে কোয়ারেন্টিন করে কাটিয়েছি। জানুয়ারিতে আমার সন্তানের জন্ম হয়েছিল। ওই সময় বাড়িতে থাকতে পারিনি। দিনের পর দিন পরিবার, সন্তানের সঙ্গে না কাটানোটা ছিল মাত্রাতিরিক্ত মানসিক অত্যাচার। পরিবারের সঙ্গে সময় কাটাতে আইপিএল ছেড়েছি, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি দারুণ দুটি মাস পরিবারের সঙ্গে কাটিয়ে, উপভোগ করে ক্রিকেটকে নতুন করে ভালোবাসতে শুরু করেছি। এটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন