‘তুরস্কে গানের ভিডিও বানায়, আসল কাজের খোঁজ নেই’—পিসিবিকে নিয়ে ক্ষোভ

পিএসএলের এমন উন্মাদনা আপাতত দেখা যাচ্ছে না।
ছবি: এএফপি

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ পিএসএলের এবারের মৌসুম স্থগিত হয়ে যাওয়ার পেছনে যে জৈব সুরক্ষাবলয় ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতাই সবচেয়ে বড় কারণ, তা নিয়ে দুদিন ধরেই গুঞ্জন চলছে। গতকাল পিএসএল স্থগিত করার ঘোষণা আসার পর থেকে এ কারণে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনাও হচ্ছে অনেক। তবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর পিসিবির দায়িত্ববোধ নিয়ে প্রশ্নটা আরও বড় হয়ে উঠবে নিশ্চিত।

পিসিবিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান কাল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পিসিবির বৈঠকের খুঁটিনাটি অনেক তথ্য তুলে ধরেছে। সেখানে লেখা, জৈব সুরক্ষাবলয় ঠিকঠাক মেনে চলার ক্ষেত্রে পিসিবির ভূমিকা নিয়ে চাঁছাছোলা সমালোচনা করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা।

পিএসএল স্থগিত হওয়ায় পিসিবির কাছে এখন টাকাপয়সা ফেরত চাইছে মালিকপক্ষ। পিসিবির প্রতি ক্ষোভ জানিয়ে তাঁরা বলেছেন, তুরস্কে গিয়ে পিএসএলের আবহ সংগীতের ভিডিও বানাতে অনেক খরচ করেছে পিসিবি, অথচ আসল কাজটা করেনি। অর্থাৎ, খেলোয়াড়দের রাখার জন্য পুরো একটা হোটেল বুকিং করেনি। খেলোয়াড়দের হোটেলে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে বলেও অভিযোগ করেছেন মালিকপক্ষের একজন।

তিন-চার দিনের মধ্যে একাধিক দলে ছয় ক্রিকেটারসহ সাতজনের করোনা আক্রান্ত হওয়ার খবরের পর গতকাল পিএসএলের এবারের মৌসুম স্থগিত করেছে পিসিবি। টুর্নামেন্ট যতটুকু হয়েছে, তার মধ্যেই জৈব সুরক্ষাবলয় না মানার কিছু ঘটনা সংবাদমাধ্যমে এসেছে।

মাঠের সরঞ্জামাদি সরিয়ে নেওয়া হচ্ছে। পিএসএল এখন ভাঙা হাট।
ছবি: এএফপি

কাল পিসিবির সঙ্গে মালিকপক্ষের ভার্চ্যুয়াল বৈঠকে জৈব সুরক্ষাবলয় মানার ক্ষেত্রে পিসিবির দুর্বল ভূমিকা ও অব্যবস্থাপনার কড়া সমালোচনা করেছে মালিকপক্ষ। এর মধ্যে একজন মালিক অনেক বেশিই খেপেছিলেন বলে লিখেছে ক্রিকেট পাকিস্তান। তিনিই খেলোয়াড়দের জন্য হোটেল ঠিক না করে অযথা অন্য খাতে অর্থ খরচের প্রসঙ্গ তুলে এনেছেন।

‘একটা গানের পেছনে কত টাকা ওড়ানো হয়েছে! তুরস্কে গিয়ে গানের ভিডিওর শুটিং করা হলো আমাদের না জানিয়ে। অথচ আসল কাজেই মনোযোগ দেওয়া হয়নি। এখন আপনাদের কাজ করুন। দলের হোটেলে একটা বিয়ের অনুষ্ঠানও হয়েছে, অথচ কর্মকর্তারা এসব দিকে ভ্রুক্ষেপও করেননি’—ক্ষোভটা এভাবেই ঝেড়েছেন ওই ফ্র্যাঞ্চাইজি মালিক। তাঁর নাম কিংবা তিনি কোন ফ্র্যাঞ্চাইজির মালিক, সেটা অবশ্য লেখেনি ক্রিকেট পাকিস্তান।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ও বোর্ডের অন্য কর্মকর্তারা চুপচাপ বসে ছিলেন সভায়। ওয়াসিম খান সভায় বোর্ডের ঘাটতির অভিযোগ মেনেও নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।

ফ্র্যাঞ্চাইজি মালিকেরা এখন টাকা ফেরত দেওয়ার দাবিও করেছেন পিসিবির কাছে। ক্রিকেট পাকিস্তান লিখেছে, ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধারণা, পিসিবি এখন পিএসএলের বাকি অংশ আয়োজনের জন্য সূচিতে ফাঁকা জায়গা খুঁজছে বলে টাকা ফেরত দেওয়া নিয়ে গড়িমসি করবে।

বিভিন্ন সূত্র উল্লেখ করে ক্রিকেট পাকিস্তান লিখেছে, পিসিবির সঙ্গে মালিকপক্ষের সভার পরিবেশ বেশ আগুনগরম ছিল। ফ্র্যাঞ্চাইজি মালিকেরা এত টাকার বিনিয়োগের এমন ফল দেখার পর দৃশ্যত বেশ ক্ষিপ্ত ছিলেন।

ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস—এ দুটি ফ্র্যাঞ্চাইজির দলকে কীভাবে আলাদা দুটি হোটেলে রাখা হলো, তা-ও আবার দলের হোটেলে পর্যাপ্ত জায়গা না থাকার অজুহাত দেখিয়ে...এটি নিয়েও বেশ সরগরম ছিল সভার পরিবেশ। হোটেলের লিফট ও রান্নাঘরের কর্মীদের নিয়েও প্রশ্ন তুলেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা।

বেশ চাপের মুখেই পড়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।
ছবি: এএফপি

সূত্রের উল্লেখ করে ক্রিকেট পাকিস্তান লিখেছে, পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ও বোর্ডের অন্য কর্মকর্তারা চুপচাপ বসে ছিলেন সভায়। ফ্র্যাঞ্চাইজি মালিকদের অভিযোগ শুনেছেন। ওয়াসিম খান সভায় বোর্ডের ঘাটতির অভিযোগ মেনেও নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান। যদিও পরে সংবাদ সম্মেলনে ওয়াসিম খান ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষেরও দায় ছিল বলে জানিয়েছেন!

পিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলেও লিখেছে ক্রিকেট পাকিস্তান। মালিকপক্ষের নাকি শঙ্কা, এবার টুর্নামেন্টে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে ‘ফি’ নামে, যেটা এখন ফেরত দেবে না পিসিবি। টুর্নামেন্টের বাকি অংশের জন্য সূচিতে ফাঁকা জায়গা খুঁজে পাওয়াও বেশ মুশকিল হতে পারে।