পিসিবির চেয়ারম্যান হিসেবে ‘বুলেটপ্রুফ’ গাড়ি পান রমিজ রাজা

রমিজ রাজা ‘বুলেটপ্রুফ’ গাড়ি পান পিসিবির কাছ থেকেফাইল ছবি

মাত্র ৯ মাসের মাথাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজা বড় পরীক্ষার মুখে পড়েছেন। ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব এখন আর নেই। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে সংখ্যালঘু হয়ে ইমরানের তেহরিক–ই–ইনসাফ পার্টির সরকারের পতন ঘটেছে মাসখানেক হয়ে গেছে।

আরও পড়ুন

ইমরানের হাতে নিয়োগ পাওয়া রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান পদে থাকতে পারবেন কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে এর পর থেকেই। তবে এখন পর্যন্ত গদি হারানোর শঙ্কা থাকলেও পাকিস্তানের বর্তমান সরকার ‘ইমরানের পছন্দ’ রমিজকে বহালই রেখেছে।

সাবেক অধিনায়ক হিসেবে ভাতা পান রমিজ রাজা
ফাইল ছবি

একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, সংসদীয় কমিটির সদস্যরা রমিজ রাজাকে বিভিন্ন বিষয়েই প্রশ্ন করেছেন। তবে রমিজ নিজে জানিয়েছেন, সংসদীয় কমিটি তাঁকে সাধারণ প্রশ্নই করেছে। তাঁর সুযোগ–সুবিধা নিয়ে প্রশ্নের পাশাপাশি তাঁর কাজের ধরন, কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই প্রশ্ন শুনতে হয়েছে তাঁকে। তাঁর কাছ থেকে বোর্ডের আর্থিক হিসাব চেয়েছে সংসদীয় কমিটি, যেটি তাঁকে আগামী সভাতেই উপস্থাপন করতে বলা হয়েছে।

আরও পড়ুন

বোর্ডের কাছ থেকে পিসিবির চেয়ারম্যান হিসেবে তিনি কী ধরনের সুযোগ–সুবিধা গ্রহণ করেন, এ প্রশ্নের জবাবে রমিজ নিজের বুলেটপ্রুফ গাড়িটির কথা জানিয়েছেন। এটি নিরাপত্তার কারণেই তাঁকে দেওয়া হয়েছে। আর্থিক সুবিধাদি সম্পর্কে তিনি জানিয়েছেন, পিসিবির কাছ থেকে তিনি শুধু দৈনিক ভাতা আর ভ্রমণ ভাতা তিনি গ্রহণ করেন। এ ছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক হিসেবে তিনি চিকিৎসা ভাতা গ্রহণ করে থাকেন পিসিবির কাছ থেকে।