পূজারাকে আউট না দেওয়ায় আম্পায়ারকে পেইনের ‘মধুবর্ষণ’

টিম পেইনের মেজাজ যেন চড়ে গিয়েছিল। সে কারণেই কি না, আম্পায়ারের সঙ্গে কথা বলার সময় শব্দের ব্যবহারে আর মাত্রাজ্ঞান থাকল না অস্ট্রেলিয়া অধিনায়কের।

ইংরেজি যে অশ্রাব্য শব্দটা তিনি ব্যবহার করেছেন, দৈনন্দিন জীবনে হয়তো সেটি অনেকেই কথায় কথায় অনেক অর্থে ব্যবহার করেন। কিন্তু আম্পায়ারের সঙ্গে কথা বলার সময়ে এমন শব্দ ব্যবহার যে অসম্মান বোঝায়!

যে কারণে এখন শাস্তির মুখে পড়তে পারেন অস্ট্রেলিয়া অধিনায়ক। এমনকি ব্রিসবেনে চতুর্থ টেস্টে তাঁর না-ও খেলা হতে পারে!

অথচ প্রযুক্তির ওপর নির্ভর করেই তৃতীয় আম্পায়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন। ঘটনাটা আজ ভারত-অস্ট্রেলিয়া টেস্টে তৃতীয় দিনে ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার বিপক্ষে আউটের আবেদন ঘিরে।

নাথান লায়নের বলে লেগ সাইডে ম্যাথু ওয়েড পূজারার ক্যাচ ধরেছেন ভেবে আবেদন করেছিল অস্ট্রেলিয়া। আম্পায়ার তাতে সাড়া না দেওয়ায় রিভিউ নেন পেইন।

তৃতীয় আম্পায়ারও স্নিকো-হট স্পটে কিছু না পেয়ে আউট নয় জানিয়ে দেন। তাতেই খেপে যান পেইন।

দিনের শুরুর দিকে সেই ঘটনার সময় পূজারা ১৩ রানে ব্যাট করছিলেন, শেষ পর্যন্ত যিনি ৫০ রান করে আউট হয়েছেন। লায়নের বলটা তাঁর ব্যাট-প্যাড হয়েই লেগ সাইডে ওয়েডের হাতে গেছে, এমনটাই ছিল অস্ট্রেলিয়ানদের আবেদন।

কিন্তু রিভিউর জন্য রিপ্লেতে গিয়ে একটু ঝামেলা বাধে, তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড লেগ সাইড থেকে রিপ্লে দেখতে পারছিলেন না। কারণ, ওয়েডের শরীর ক্যামেরার সামনে পড়ায় লেগ সাইড থেকে ব্যাটের দেখা পাওয়া যাচ্ছিল না।

অফসাইড থেকে দেখেই তাই সিদ্ধান্ত নেন অক্সেনফোর্ড। সেখানে আলট্রাএজ দেখাল, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় তেমন কোনো নড়চড় হয়নি।

এরপর অফসাইডের হট স্পট দেখেন অক্সেনফোর্ড। সেখানেও ব্যাটে বল লাগার কোনো নিশানা না থাকায় ‘নট আউট’ দিয়ে দেন। এরপরই শুরু হয় পেইনের উষ্মা প্রকাশ।

তৃতীয় আম্পায়ার তো আর মাঠে নেই, মাঠের আম্পার পল উইলসনের ওপরই রাগটা ঝেড়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। আম্পায়ারদের কাছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘ধারাবাহিকতা’ চেয়েছেন, তবে সে চাওয়ার ধরনটা প্রশ্নবিদ্ধ।

তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারকে ‘নট আউট’–এর সিগন্যাল দিতেই পেইন মাঠের আম্পায়ার উইলসনের ওপর ক্ষোভ দেখাতে থাকেন।

উইলসন তখন বলেন, ‘(তৃতীয় আম্পায়ার) সিদ্ধান্ত নিচ্ছেন, আমি নিচ্ছি না। আমি তৃতীয় আম্পায়ার নই।’

পেইন তখন রাগ দেখিয়ে বলেন, ‘(অশ্রাব্য শব্দ) এই হলো ধারাবাহিকতা! ব্যাটে কিছু একটা তো লেগেছেই!’ এরপর উইকেটকিপিংয়ে ফিরেও রাগে গজগজ করতে করতে পেইন বলেন, ‘হট স্পটে অবশ্যই কিছু একটা দেখা গেছে!’

আইসিসির আইনে আন্তর্জাতিক ম্যাচে অশ্রাব্য কোনো শব্দ ব্যবহার করলে কিংবা আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ দেখালে শাস্তির বিধান আছে। সবচেয়ে কম শাস্তিটা হলে সে ক্ষেত্রে ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হতে পারে।

কিন্তু ম্যাচ রেফারি ডেভিড বুন যদি পেইনের অপরাধকে ‘লেভেল-২’-এর মনে করেন, সে ক্ষেত্রে দুটি সাসপেনশন পয়েন্ট জুটতে পারে পেইনের। সে ক্ষেত্রে ব্রিসবেনে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে খেলা হবে না অস্ট্রেলিয়া অধিনায়কের।