পূজারাকে নিয়ে ‘বর্ণবাদী’ হয়ে উঠেছিলেন ওয়ার্ন?

রান নেওয়ার জন্য দৌড়াচ্ছেন পূজারা ও কোহলি।ছবি: এএফপি

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের বিপক্ষে যখন প্রতিরোধ গড়েছেন চেতেশ্বর পূজারা, ঠিক তখনই ধারাভাষ্য কক্ষে তাঁর নাম নিয়ে কাটাছেঁড়া করছেন শেন ওয়ার্ন। সেটি করতে গিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার বর্ণবাদী কথাবার্তাই বলেছেন বলে অভিযোগ উঠেছে নেটিজেনদের মধ্যে।

চেতেশ্বর পূজারার নাম উচ্চারণ করতে অসুবিধা হতো ইংলিশদের। তিনি যখন কাউন্টি খেলতে ইয়র্কশায়ারে গিয়েছিলেন, সেখানে তাঁর ক্লাব সতীর্থরা ‘স্টিভ’ নামে ডাকতেন। ধারাভাষ্যের সময় ওয়ার্ন সেটিই রসিয়ে রসিয়ে বলছিলেন।

ব্যাপারটি ভালো লাগেনি অনেকেরই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পূজারার নাম নিয়ে ওয়ার্নের মন্তব্যে বর্ণবাদী গন্ধ পেয়েছেন। তাঁদের মতে, ইয়র্কশায়ারে পূজারাকে যদি ‘স্টিভ’ নামে ডাকা হয়, সেটি বর্ণবাদী আচরণ।

পূজারাকে নাম নিয়ে মন্তব্য করে বিতর্কে ওয়ার্ন।
ছবি: সংগৃহীত

ওয়ার্ন বলেছিলেন, ‘ইয়র্কশায়ারে চেতেশ্বর পূজারার নাম উচ্চারণ করতে পারতেন না ইংলিশরা, তাই তাঁকে তাঁরা “স্টিভ” নামে ডাকত।’ পুরো ব্যাপারটিই যেন ছিল ইংলিশদের পক্ষে ওয়ার্নের সাফাই। সবার অভিযোগ আজকে এ বিষয়টি তুলে ওয়ার্ন আসলে কী বোঝাতে চেয়েছেন?

ইয়র্কশায়ারে পূজারাকে ‘স্টিভ’ বলে ডাকার ব্যাপারটি বেশ বিতর্কিত। কিছুদিন আগেই ইয়র্কশায়ারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছিলেন কাউন্টি ক্লাবটির সাবেক কর্মী তাজ বাট।

তাজ বাট ইয়র্কশায়ার ক্রিকেট ফাউন্ডেশনের উন্নয়নবিষয়ক কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তিনি অভিযোগ করেছিলেন, সেখানে এশীয় ক্রিকেটারদের ‘ট্যাক্সি ড্রাইভার’ ও ‘রেস্টুরেন্ট কর্মী’ হিসেবে ডাকা হতো।

পূজারা নিজেও কখনোই ‘স্টিভ’ নাম পছন্দ করেননি। এ নিয়ে খুব উচ্চবাচ্য না করলেও ব্যাপারটা তাঁর ভালো লাগত না। পেশাদারি মনোভাব দেখিয়ে নীরবেই সয়ে গেছেন।

আজ অ্যাডিলেড টেস্টে সাইটস্ক্রিনে সমস্যার কারণে পূজারা একবার খেলা থামিয়ে দিলে সমালোচনায় মেতেছিলেন ওয়ার্ন। এটাও চোখে লেগেছে অনেকেরই। ফক্স ক্রিকেটের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ার্ন বলেন, ‘দেখুন সাইটস্ক্রিন কত চওড়া। নাহ, কোনোভাবেই তার সমস্যা হওয়ার কথা না। এটা হতেই পারে না।’