পেইন পাকিস্তানের হয়ে খেললে মজা টের পেতেন

সিডনিতে গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছেন টিম পেইন।ছবি: এএফপি

সিডনিতে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট ড্র করে অস্ট্রেলিয়া। স্বাগতিক অধিনায়ক টিম পেইন তিনটি ক্যাচ না ফেললে ফল অন্য রকমও হতে পারত। ঋষভ পন্ত ও হনুমা বিহারির ক্যাচ ছাড়েন পেইন। এক ইনিংসে তিন-তিনটি ক্যাচ ফেলে সাধারণত ম্যাচ জেতা যায় না। পেইনের তাই মুণ্ডুপাত চলছে অস্ট্রেলিয়ায়। এদিকে সুদূর পাকিস্তান থেকেও পেইনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল। পাকিস্তানের হয়ে ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা আকমল বেশ মজার কথাই বলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ককে নিয়ে।

একে তো গ্লাভস হাতে ব্যর্থ, আবার ভারতীয় ব্যাটসম্যানদের স্লেজিং করেও সমালোচিত হচ্ছেন পেইন। কিন্তু কামরান আকমলের চোখে এ আর এমন কী! পেইন পাকিস্তানের ক্রিকেটার হলে বরং বুঝতেন, এমন ফর্মে কত ধানে কত চাল—আকমলের ভাষ্য। পেইন এখন যেভাবে সমালোচিত হচ্ছেন, ক্যারিয়ারজুড়ে আকমলও এমন সময় পার করছেন। এখন জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া আকমল মনে করেন, এমন বাজে ফর্ম নিয়ে পাকিস্তান দলে খেললে ভয়ংকর সমালোচনার শিকার হতেন পেইন।

সুযোগ পেয়ে পেইনকে খোঁচাই দিলেন কামরান আকমল।
ফাইল ছবি, এএফপি

পাকিস্তান ক্রিকেট ডট কমকে আকমল বলেন, ‘ক্যাচগুলো ধরতে পারলে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতত। কিন্তু সেটা হয়নি। কারণ ফিল্ডিং ভালো হয়নি। মাঠে আপনার ভালো-মন্দ দিন যাবেই। অস্ট্রেলিয়া দলের বিশেষত্ব হলো মাঠে তারা বেশি ভুল করে না। কিন্তু তারা সব ভুল এক দিনে করে বসেছে। টিম পেইনের দিনটি খুব খারাপ গেছে। এমন হতেই পারে। সব উইকেটরক্ষকই ক্যাচ ছাড়ে। এ নিয়ে কীই-বা বলার থাকে!’

কামরান এরপর যেন মজা করেই পেইনকে নিয়ে বললেন, ‘স্বস্তি পাচ্ছি যে পাকিস্তান সেখানে খেলছে না এবং সে (পেইন) পাকিস্তানের খেলোয়াড় নয়। পাকিস্তানের খেলোয়াড় হলে তাকে নিয়ে অনেকে অনেক কথা বলতেন। এখন আমি দেখব, যাঁরা আমাকে নিয়ে সমালোচনা করতেন তাঁরা কী বলেন। দারুণ এক টেস্ট ছিল এবং অস্ট্রেলিয়া দল ভীষণ চেষ্টা করেছে। ম্যাচের কোনো পর্যায়েই জয়ের আশা ছাড়েনি তারা। এই লড়াকু মানসিকতাই তাদের প্রধান সম্পদ।’

হনুমা বিহারি-রবিচন্দ্রন অশ্বিনের জুটি ব্যাট করার সময় স্লেজিং করেন পেইন। ফক্স স্পোর্টসের কাভারেজে ধরা পড়ে পেইনের কথা। এ নিয়ে ফক্স স্পোর্টসের কাভারেজে রিকি পন্টিং বলেন, ‘আগের ওভারেই পেইন বলেছে, ভারতে তার বন্ধুসংখ্যা অশ্বিনের চেয়ে বেশি। আমার মনে হয় সে এখন কিছু বন্ধু জুটিয়ে নিল (ক্যাচ ছাড়ার পর)।’ পাশ থেকে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার সহমত প্রকাশ করেন পন্টিংয়ের খোঁচায়, ‘শতভাগ! শতভাগ!’