প্রণবের জন্য টেন্ডুলকার–কোহলিদের শোক

প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।ফাইল ছবি

প্রণব মুখার্জির প্রয়াণে কাঁদছে পুরো ভারত। শচীন টেন্ডুলকার-বিরাট কোহলিরাও এর বাইরে নন। ভারতের সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন তাঁরাও। টেন্ডুলকার ও কোহলির সঙ্গে প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানানোর মিছিলে যোগ দিয়েছেন ভারতের আরও অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। সবার কথার সুর একটাই—এক মহান নেতাকে হারিয়েছে ভারত, যাঁকে দল-মত নির্বিশেষে সবাই খুব ভালোবাসত।


ভারতের ত্রয়োদশ প্রেসিডেন্ট হিসেবে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। দেশটির সেনাবাহিনীর একটি হাসপাতালে ২১ দিনের লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। হাসপাতালে ভর্তি হওয়ার সময় কংগ্রেসের সাবেক নেতা ও সাতবারের সংসদ সদস্যের করোনাও ধরা পড়েছিল। তবে তাঁর চিকিৎসক জানিয়েছেন তিনি মারা গেছেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি সমবেদনা জানিয়েছেন প্রয়াত প্রণব মুখার্জির পরিবারকে।
ফাইল ছবি

প্রণব মুখার্জির মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন শোকে ভেঙে পড়া টেন্ডুলকার, ‘সাবেক প্রেসিডেন্ট শ্রী প্রণব মুখার্জির চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত আমি। কয়েক দশক তিনি ভারতকে গভীর ভালোবাসার সঙ্গে সেবা করে গেছেন। তাঁর পরিবার ও কাছের মানুষদের জন্য সমবেদনা রইল। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তিতে রাখুন।’

কিংবদন্তি ক্রিকেটার টেন্ডুলকারের মতো করেই প্রয়াত প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের অধিনায়ক কোহলি, ‘জাতি অমিয় প্রতিভাবান এক নেতাকে হারিয়েছে। শ্রী প্রণব মুখার্জির মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।’

প্রণব মুখার্জি ছিলেন কংগ্রেসের নেতা। তাতে কী? ভারতে তিনি ছিলেন সবার কাছে ভালোবাসার পাত্র। সাবেক ক্রিকেটার ও বিজেপির নেতা গৌতম গম্ভীরের কথায়ও সেটা ফুটে উঠেছে, ‘শ্রী প্রণব মুখার্জির অন্তর্ধানে আমি গভীরভাবে শোকাহত। সবার ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়া নেতাদের দলে ছিলেন তিনি। ঈশ্বর তাঁর পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। দেশের জন্য রাখা তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

প্রণব মুখার্জির না ফেরার দেশে চলে যাওয়ার শোক ছুঁয়ে গেছে ভারতের কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে ও বর্তমান সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকেও। কুম্বলের টুইট, ‘শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে অন্তরের অন্তস্তল থেকে শোক জানাচ্ছি। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তিতে রাখুন।’

রাহানে লিখেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুর খবরে খুব দুঃখ পেয়েছি। তাঁর পরিবারের সদস্যদের জন্য সমবেদনা। ওপারে শান্তিতে থাকুন।’

প্রণব মুখার্জি ছিলেন পশ্চিমবঙ্গের ছেলে। তাঁর মৃত্যুর শোক ছুঁয়ে গেছে পশ্চিম বাংলার মানুষসহ নানা প্রতিষ্ঠানকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলও এর বাইরে নয়। এক শোক বার্তায় তারা লিখেছে, ‘শ্রী মুখার্জি একজন ক্রীড়াপ্রেমীও ছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রী থাকার সময়ে সিএবি তাঁর অনেক সমর্থন পেয়েছে। তাঁর চলে যাওয়ায় সিএবির সবার হৃদয় ভেঙে গেছে।’

সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ টুইট করেছেন, ‘ওপারে শান্তিতে থাকবেন।’

এ ছাড়া প্রণব মুখার্জির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন পেসার ইশান্ত শর্মা ও রেসলার গীতা ফোগাত।