প্রিমিয়ার লিগে কাল থেকে তারার মেলা

লিটন দাস কালই নামবেন আবাহনীর জার্সিতেছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাবগুলোর। জাতীয় দলের ক্রিকেটারদের যে এবার পাচ্ছে তারা।

জাতীয় দল দেশের বাইরে থাকবে—এ তথ্য জেনেই জাতীয় দলের ক্রিকেটারদের দলে নিয়েছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাবগুলো। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছিলেন তিন-চারজন ক্রিকেটার। তবে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই টেস্ট দলের সঙ্গে ছিলেন দক্ষিণ আফ্রিকায়।

ভুলে যাওয়ার মতো টেস্ট সিরিজ শেষে আজ দেশে ফিরেছেন আট ক্রিকেটার। কাল-পরশুর মধ্যেই চলে আসবেন বাকিরাও। আগামীকাল ও পরশু প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচে সবাইকে না পাওয়া গেলেও সুপার লিগে জাতীয় দলের ক্রিকেটারদের পাচ্ছে দলগুলো।

প্রাইম ব্যাংক, আবাহনী, শেখ জামাল ও লিজেন্ডস অব রূপগঞ্জ—এই চার দলের সুপার লিগ নিশ্চিত।

আজ দেশে ফিরেছেন টেস্টে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক এবং দলে থাকা লিটন দাস, মাহমুদুল হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম ও নুরুল হাসান। তাঁদের মধ্যে আবাহনীর হয়ে কাল প্রাইম ব্যাংকের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন লিটন দাস ও মাহমুদুল হাসান।

প্রাইম ব্যাংক শক্তি বাড়াবে মুমিনুল হক ও তাইজুল ইসলামকে নিয়ে। দুই দলের সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার এ ম্যাচে সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামবে আগেই সুপার লিগ নিশ্চিত করে ফেলা আবাহনী ও প্রাইম ব্যাংক।

শেষ রাউন্ডের আগেই এ দুই দল ছাড়া সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ও লিজেন্ডস অব রূপগঞ্জ। বাকি দুটি জায়গা কে দখল করবে, সেটি নির্ধারিত হবে আগামীকাল ও পরশু।

১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে শেখ জামাল। নয় ম্যাচের আটটিতেই তারা জিতেছে। লিগের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সিটি ক্লাব। এ ম্যাচে ২ পয়েন্ট পেলে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাবে শেখ জামাল। দলটি এ ম্যাচে দক্ষিণ আফ্রিকাফেরত নিয়মিত অধিনায়ক নুরুল হাসানকেও একাদশে পাবে।

দক্ষিণ আফ্রিকা থেকে টেস্টে হতাশা নিয়েই ফিরেছে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংক ও আবাহনী লিমিটেডের পয়েন্ট ১২ করে। নেট রানরেটে এগিয়ে থাকায় প্রাইম ব্যাংকের অবস্থান তিনে, আবাহনী চারে।

সুপার লিগের বাকি দুটি জায়গার জন্য লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও মোহামেডান। শেষ রাউন্ডে জয়–পরাজয়ের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

তবে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে একটু এগিয়ে রাখতেই হচ্ছে। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে ৫ নম্বরে। শেষ ম্যাচ জিতলে তারা সহজেই ১২ পয়েন্ট নিয়ে যাবে সুপার লিগে।

সে ক্ষেত্রে রূপগঞ্জ ক্রিকেটার্স ও মোহামেডানের মধ্যে যেকোনো এক দলের সম্ভাবনা থাকবে। শেষ ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। কাল রূপগঞ্জ টাইগার্স খেলবে গাজী গ্রুপের বিপক্ষে।

কাল রূপগঞ্জ টাইগার্স জিতলেই তাদের সুপার লিগ নিশ্চিত। কারণ, হেড টু হেডে মোহামেডানের চেয়ে টাইগার্সই এগিয়ে আছে। কাল টাইগার্স জিতে গেলে পরদিন মাহমুদউল্লাহর মোহামেডান লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জিতলেও সুপার লিগে খেলা হবে না।

এদিকে খেলাঘর, ব্রাদার্স ইউনিয়নের রেলিগেশন লিগে খেলা নিশ্চিত। শেখ জামালের কাছে হেরে গেলে সিটি ক্লাবও খেলবে অবনমন এড়ানোর লড়াইয়ে।