‘প্রেসক্রিপশন’ লিখতে না পারা লোকেরা পিসিবির ডাক্তার’

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
ছবি: ইনস্টাগ্রাম

অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়াদ আহমেদ করোনায় আক্রান্ত হওয়ার পরও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু এরপর সাত ক্রিকেটার ও কোচিং স্টাফের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর বোঝা গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।

কাল তাই বাধ্য হয়েই পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে পিসিবি। বোর্ডের এমন খামখেয়ালির কারণে খেপেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তাঁর মতে, পিসিবির এমন ভুলে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ডগড়া শোয়েব মনে করেন, পিসিবি মানুষে জীবন নিয়ে খেলছে একই সঙ্গে দেশেরও সুনাম নষ্ট করছে। দেশের আদালত ও প্রধানমন্ত্রী ইমরান খানকে এই বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন ৪৫ বছর বয়সী সাবেক এ পেসার।

নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির কর্মকর্তাদের প্রতি শোয়েব বলেন, ‘তোমরা মানুষের জীবন নিয়ে খেলছ, দেশেরও সুনাম নষ্ট করছ। পিসিবি সভাপতি কোথায়, তাকে জবাব দিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মাননীয় আদালতকে এ বিষয়ে ভালো করে তদন্তের অনুরোধ জানাই...মানি (পিসিবি সভাপতি) কোথায়? সামনে এসে উত্তর দাও। পিএসএল চালিয়ে তুমি পাকিস্তানের সুনাম ক্ষুণ্ন করেছ। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ জানাই। এটা পাকিস্তান ক্রিকেটের অপমান।’

গত ২০ ফেব্রুয়ারি শুরু হয় পিএসএলের ষষ্ঠ মৌসুম। করোনা মহামারির মধ্যে এভাবে লিগ আয়োজন করা, খেলোয়াড়দের করোনায় আক্রান্ত হওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় পিসিবির দায়ই বেশি দেখছে ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্স। পিসিবির তৈরি জৈব সুরক্ষাবলয় নিয়েই প্রশ্ন তুলেছেন ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী আতিফ রানা। এদিকে শোয়েবের দাবি, পিসিবি ও পিএসএলের চিকিৎসক প্যানেলের বিরুদ্ধে ভালো করে তদন্ত করা হোক।

পিএসএল স্থগিত হওয়ার পর এখন দোষ একে–অপরের কাঁধে চাপানোর খেলা শুরু হবে বলে মনে করেন শোয়েব, ‘দোষ চাপানোর খেলা শুরু হবে এখন। কিন্তু এটা চিকিৎসক প্যানেলের দায়িত্ব আর জৈব সুরক্ষিত পরিবেশ ভালোভাবে বজায় রাখা উচিত ছিল। চিকিৎসক প্যানেলের বিরুদ্ধে কঠোর তদন্ত হওয়া উচিত। তাদের ছেড়ে দেওয়া উচিত হবে না। চিকিৎসক প্যানেলের শাস্তি পাওয়া উচিত, এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ তারা মানুষের জীবন নিয়ে খেলা করেছে। সব দোষ ওয়াসিম খানের (পিসিবি প্রধান নির্বাহী) ওপর চাপানো হয়েছে। কিন্তু ওয়াসিম খানকে কে এনেছে? এহসান মানি, সেই মানি সাহেব এখন কোথায়? এ নিয়ে ওয়াসিম খান নয় এহসান মানির উত্তর দেওয়া উচিত।’

শোয়েব মনে করেন, পিএসএলের মান–মর্যাদা এতে ভূলুণ্ঠিত হয়েছে। চিকিৎসক প্যানেলের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন শোয়েব, ‘যেসব লোক ওষুধের প্রেসক্রিপশন ঠিকমতো লিখতে পারে না, তারা হয়েছে পিসিবির চিকিৎসক। খেলোয়াড়ি জীবনে আমি নিজেই দেখেছি, পিসিবির চিকিৎসকেরা এক্স–রে করতে পারত না। অবস্থার এখনো পরিবর্তন হয়নি।’ পিসিবির অদক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এ গতি তারকা, ‘একটা হোটেল বুক করতে পারত পিসিবির। কিন্তু লোকে এখানে বিয়ে করছে, চুল কাটছে। ড্যারেন স্যামি বাইরে যাচ্ছে। বুঝতে পারি না, জাভেদ আফ্রিদি কীভাবে জৈব সুরক্ষিত পরিবেশ ভাঙতে পারে? ওয়াহাব রিয়াজের প্রতিও একই প্রশ্ন রইল।’

খেলোয়াড়ি জীবনে গতিতারকা ছিলেন শোয়েব
ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তান ক্রিকেটের ভালো চাওয়ার মতো একজন লোকই পিসিবিতে আছেন, তিনি ওয়াসিম খান—মনে করেন শোয়েব, ‘পিসিবির ব্যর্থতা ও অদক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু ওয়াসিম খান যৌক্তিক এবং তিনি–ই একমাত্র লোক, যিনি পাকিস্তান ক্রিকেটের ভালো চান। এর আগে ওয়াসিম খানকে চিকিৎসক প্যানেল পাল্টাতে বলেছিলাম, যেন এমন কোনো পরিস্থিতির সন্মুখীন হতে না হয়।’