ফাইনালের আগে ছবিতে ছবিতে খুলনা–চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ মাঠে গড়িয়েছে গত ২৪ নভেম্বর। প্রায় এক মাসের ব্যবধানে নিশ্চিত হলো ফাইনালের দুই দল—জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। কাল শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে এ দুই দল।

তার আগে আজ ট্রফি নিয়ে পোজ দিলেন দুই দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও মোহাম্মদ মিঠুন। মাঠেও আজ শেষ প্রস্তুতি সেরেছেন খুলনা ও চট্টগ্রামের খেলোয়াড়েরা। ছবির গল্পে দেখে নিন সেসব প্রস্তুতি:

বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ ফাইনালে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক—চট্টগ্রামের মোহাম্মদ মিঠুন ও খুলনার মাহমুদউল্লাহ। শেষ খেলায় কার হাতে উঠবে ট্রফি?
ছবি: বিসিবি
ফাইনালের শেষ প্রস্তুতি শুরুর আগে শরীরের খোরাকি মেটালেন চট্টগ্রামের সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান
ছবি: শামসুল হক
খুলনার দুই সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ। অনুশীলনের মধ্যেই সলাপরামর্শ করে লড়াইয়ের কৌশল ঠিক করছেন দুই কান্ডারি?
ছবি: শামসুল হক
ফুটবল খেলে গা গরম করেন চট্টগ্রামের ক্রিকেটাররা। বল পায়ে ছুটছেন সৌম্য সরকার
ছবি: শামসুল হক
অনুশীলনে ফুটবল খেলেন খুলনার ক্রিকেটারেরাও। চনমনে মেজাজে ফুটবল নিয়ে গা গরম করলেন মাশরাফি, মাহমুদউল্লাহরা
ছবি: শামসুল হক
এক ফ্রেমে চট্টগ্রামের ক্রিকেটাররা। কাঁধ কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রতিজ্ঞা চোখেমুখে
ছবি: শামসুল হক
অনুশীলনে খুলনার ক্রিকেটাররাও বন্দী হন এক ফ্রেমে। হাস্যোজ্জ্বল মুখের মোড়কে লড়াইয়ের চাহনিটা লুকিয়ে রাখলেন তাঁরা
ছবি: শামসুল হক
অনুশীলনে চট্টগ্রামের তুরুপের তাস মোস্তাফিজুর রহমান। ফাইনালে কি শেষ হাসি হাসতে পারবেন তিনি?
ছবি: শামসুল হক
ফাইনালের রণকৌশল সাজাচ্ছেন খুলনার ক্রিকেটাররা? অনুশীলনে খেলোয়াড়দের এই জটলার মধ্যমণি মাশরাফি ও মাহমুদউল্লাহ
ছবি: শামসুল হক
নেটে কোচ সালাউদ্দিনের বিশেষ তত্ত্বাবধানে চট্টগ্রামের ওপেনার সৌম্য সরকার। তাঁর ব্যাটে তাকিয়ে চট্টগ্রাম
ছবি: শামসুল হক