ফিটনেস পরীক্ষায় উতরে গেলেন মাশরাফি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেখা যাবে মাশরাফিকে।ফাইল ছবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে ফিটনেস পরীক্ষা পার করতে হতো। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফি এসেছিলেন সেই পরীক্ষা দিতেই। বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদারের অধীনে ফিটনেসের পরীক্ষা দিয়েছেন মাশরাফি। প্রথম আলোকে বিসিবির এই ট্রেনার নিশ্চিত করেছেন, ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন মাশরাফি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলতে মাশরাফির কোনো বাধা নেই। টুর্নামেন্টের তিনটি দল—জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী এর মধ্যেই বিসিবির কাছে মাশরাফিকে চেয়ে চিঠি পাঠিয়েছে। আগ্রহ দেখিয়েছে বেক্সিমকো ঢাকাও। দলটি অপেক্ষায় ছিল মাশরাফির ফিটনেস পরীক্ষার। চার দলের আগ্রহ থাকায় লটারির মাধ্যমে নির্ধারণ হবে মাশরাফি কোন দলে খেলবেন।

আজ বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবাল অভিজ্ঞ মাশরাফিকে দলে পাওয়ার সুবিধাটা বুঝিয়ে দিলেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে দলীয় অনুশীলনের ফাঁকে তিনি বলছিলেন, ‘আমি যতটুকু জানি, তিনটা দল আগ্রহ প্রকাশ করেছে। কোন দলে খেলবেন, সেটা বলা তো কঠিন। যদি আমাদের দলে হয় ওনার মতো মানের ক্রিকেটার খেলেন, তাহলে অবশ্যই ভালো।’

মাশরাফি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বিপিএলের এলিমিনেটর ম্যাচে। দীর্ঘদিন পর ছোট সংস্করণে গতিময় ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। সেটিও আবার চোট-আঘাতের সঙ্গে লড়ে। প্রথম ম্যাচ খেলার আগে মাশরাফির নিকট অতীতটাও মনে রাখার ইঙ্গিত ছিল তামিমের কথায়, ‘একটা জিনিস মাথায় রাখতে হবে, উনি অনেক দিন পর খেলায় ফিরছেন। আশা করি, তিনি প্রথম ম্যাচ খেলার আগে প্রস্তুত হয়েই খেলবে। একটা কথা, ওনার মানের ক্রিকেটার যে দলেই থাকুক, এটা সব সময়ই বাড়তি পাওয়া।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফিকে পেতে চায় চার দল।
ফাইল ছবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকে সামনে রেখে দুই মাস আগেই মাঠে ফিরেছিলেন মাশরাফি। কিন্তু ফিটনেসের কাজ করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর নিজ পুত্র ও কন্যার করোনাভাইরাস ধরা পড়ায় গৃহবন্দী থাকতে হয় মাশরাফিকেও। ব্যাঘাত ঘটে মাশরাফির প্রস্তুতির।

এসবের কারণে মাশরাফি ছিলেন না বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ড্রাফটে। তবে টুর্নামেন্টের চার দল আগ্রহ দেখালে মাশরাফির জন্য টুর্নামেন্টের দুয়ার খোলে। এবার অপেক্ষা শুধু লটারির।