উল্টো বাংলাদেশকে চাপে ফেলছে শ্রীলঙ্কা

কুশল পেরেরা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ। ছবি: এএফপি
কুশল পেরেরা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ। ছবি: এএফপি
>

শ্রীলঙ্কার ইনিংসে শুরুতে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন শফিউল ইসলাম

৯৮ রানে ৩ উইকেটে ফেলে দিয়ে শ্রীলঙ্কাকে ভালোই চাপে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। কুশল মেন্ডিস-অ্যাঞ্জেলো ম্যথুসের চতুর্থ উইকেট জুটি অবশ্য সেই চাপ কাটিয়ে উল্টো বাংলাদেশকে চাপে ফেলছে। শ্রীলঙ্কা ৩৫ ওভারে ৩ উইকেটে করেছে ১৬২।

লঙ্কাওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে ও আভিষ্কা ফার্নান্দোর উদ্বোধনী জুটিতে তেমন রান ওঠেনি। ৪.৩ ওভারে ফার্নান্দোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার শফিউল ইসলাম। ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে ৮৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন করুনারাত্নে। ওপেনার করুনারাত্নেকে (৪৬) ফিরিয়ে সেই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম।

স্কোর বোর্ডে আর ২ রান তুলতেই ফিরে যান পেরেরা। রুবেল হেসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ফলে ৯৬ থেকে ৯৮ রান পর্যন্ত যেতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্বাগতিকেরা। কুশল মেন্ডিস-অ্যাঞ্জেলো ম্যথুসের জুটিতে কক্ষপথে ফেরার চেষ্টা করছে শ্রীলঙ্কা। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট যোগ করেছে ৬৪ রান।

শ্রীলঙ্কার ইনিংসে প্রথম ওভার মেডেন নিয়ে শুরু করেছিলেন শফিউল। অন্য প্রান্ত থেকেও আরেক পেসার রুবেল হোসেনকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। চতুর্থ ওভারে রুবেলের জায়গায় স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ১০ ওভার পর্যন্ত শফিউলকে এক প্রান্তে বল করিয়েছেন তামিম। অন্য প্রান্তে বল করিয়েছেন তাইজুল ও মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে দিয়ে।

দলে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেনের জায়গায় খেলছেন রুবেল হোসেন ও এনামুল হক। শ্রীলঙ্কা দলে রয়েছে চার পরিবর্তন। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে স্বাগতিক দল।