ফ্যান্টাসি ক্রিকেট দিয়ে ২৩ বছরেই কোটিপতি

ক্রিকইলেভেন ফোরকাস্ট চ্যানেল দিয়েই কোটিপতি হয়ে গেছেন পীযুষ অরোরা।
ছবি: সংগৃহীত

ফুটবল ফ্যান্টাসি বহুদিন ধরেই বিশ্বজুড়ে সমর্থকদের অন্যতম আকর্ষণের নাম। সব লিগেই ফুটবলারদের নিয়ে দল গড়ে পয়েন্ট পাওয়ার এই খেলা চালু থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নস লিগের ফ্যান্টাসি নিয়েই বেশি আগ্রহ থাকে। বিখ্যাত দাবাড়ু ম্যাগনাস কার্লসেনও ইংলিশ প্রিমিয়ার লিগের ফ্যান্টাসিতে অংশ নেন। সিদ্ধান্ত নিতে পারার দক্ষতা দেখিয়ে ফ্যান্টাসি ফুটবলেও নাম কামিয়েছেন কার্লসেন।

ফুটবলের মতো ক্রিকেট দুনিয়াতেও আছে ফ্যান্টাসি। বিশ্বকাপ বা বড় সব টুর্নামেন্ট তো আছেই, বিভিন্ন টি-টোয়েন্টি লিগ নিয়েও চালু আছে ফ্যান্টাসি লিগ। আইপিএলের নিজস্ব একটি ওয়েবসাইটই আছে। আছে ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেলের মতো বেশ কিছু ফ্যান্টাসি স্পোর্টসের সাইট। এসব সাইট ঘিরে উন্মাদনা ভারতে কম নয়। আইপিএলের ম্যাচগুলো ঘিরে প্রবল উত্তেজনায় কিছুটা ভূমিকা রাখে এই ফ্যান্টাসি লিগগুলোও।

এসব লিগের সর্বোচ্চ সুযোগ নিচ্ছেন পীযূষ অরোরা। মাত্র ২৩ বছরে কোটিপতি হয়ে গেছেন ফ্যান্টাসি ক্রিকেট নিয়ে পরামর্শ দিয়েই!

আইপিএল, পিএসএলের সুবাদে ফ্যান্টাসি ক্রিকেট লিগ এখন বেশ জনপ্রিয়। সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ, শেন ওয়াটসন, রশিদ খান বা অজিঙ্কা রাহানের মতো সাবেক ও বর্তমান খেলোয়াড়দের এ নিয়ে বিজ্ঞাপনেও দেখা যায়। এসব ফ্যান্টাসি লিগে অনেক কিছুই বিবেচনায় আনা হয়। উইকেট কেমন আচরণ করবে, রান কেমন হতে পারে এবং কোন এগারোজন খেলবেন ম্যাচে—সবই বিবেচ্য এখানে।

আর এসব ক্ষেত্রেই পীযূষ অরোরাদের চাহিদা বাড়ছে। পড়াশোনা করছিলেন আইন নিয়ে। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে ক্রিকেট ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে শুরু করেছিলেন। ফ্যান্টাসি লিগগুলোতে অংশগ্রহণ করে প্রচুর অর্থ আয় করা যায় এখন। এমন সব ফ্যান্টাসি লড়িয়েরা তাই পীযূষের বিশ্লেষণে হামলে পড়তেন। তাঁর ইউটিউব চ্যানেলে দেওয়া পরামর্শ দেখে দল সাজিয়ে অনেকেই জিতেছেন নানা পুরস্কার। পীযূষ নিজেও সাইটগুলো থেকে কম আয় করেননি। ২৩ বছর বয়সেই লাখপতির ট্যাগ পার করে এখন ছুটছেন কোটিপতি হওয়ার দৌড়ে।

ক্রিকেটের অন্ধভক্ত পীযূষ নিজের ভালোবাসাকে শক্তির জায়গা বানিয়েছেন। পরিবারের চাপ ছিল চার্টার্ড অ্যাকাউন্ট হওয়ার। কিন্তু নিজের ভালোবাসাকেই গুরুত্ব দিয়েছেন পীযূষ। ভারতের সংবাদ সংস্থা এএনআইতে বলেছেন, ‘পাঁচ বছর বয়স থেকে আমি ক্রিকেটের মধ্যে ডুবে আছি। স্কুলে পড়ার সময় রাত তিনটায় উঠে ক্রিকেট দেখতাম।’

২০১৯ সালে ফ্যান্টাসি ক্রিকেট দিয়ে ৭ লাখ রূপি জেতার খবর পীযুষ নিজেই দিয়েছেন ইনস্টাগ্রামে।
ছবি: ইনস্টাগ্রাম

ইউটিউবে পীযূষের ‘ক্রিকইলেভেন ফোরকাস্ট’ নামের চ্যানেলের এখন ২ লাখ ৭০ হাজার অনুসারী। আইপিএল বা অন্য লিগগুলোর ম্যাচ নিয়ে দল সাজানোর আগে পীযূষের ভাবনা জানতে তাঁরা হাজির হন নিয়মিত। অনেক অনুসারীই পূর্বে ক্রিকেট নিয়ে বাজি ধরে বা ফ্যান্টাসি লিগে ক্ষতির সম্মুখীন হলেও পীযূষের ভিডিও দেখে সে ক্ষতি কাটিয়ে উঠেছেন বলে দাবি করেছেন।

নিজের এই সাফল্যের পেছনে কোনো জাদুকাঠির স্পর্শ দেখেন না পীযূষ, ‘স্বপ্ন কোনো জাদুতে বাস্তব হয় না। এর জন্য ঘাম, সংকল্প ও কঠোর পরিশ্রম দরকার। এতজন অনুসারী জোগাড় করে ধরে রাখা সহজ নয়, বিশেষ করে বর্তমানের প্রতিযোগিতার বাজারে।’

ফ্যান্টাসি ক্রিকেট নিয়ে পীযূষের মতো বিশ্লেষক আরও অনেকেই আছেন। নিজেকে সবার চেয়ে আলাদা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন পীযূষ। এ কারণে অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়া বিপণনের ওপর একটি কোর্স করেছেন। নিজের একটি ওয়েবসাইট চালু করেছেন। অনুসারী সংখ্যা বাড়াতে দিনে একটি ভিডিওর বদলে তিনটি ভিডিও সৃষ্টি করছেন।

ভবিষ্যদ্বাণী করতে অনেক পরিসংখ্যান-বিশ্লেষণও করতে হয়।
ছবি: ইনস্টাগ্রাম

‘টানা পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি কখনো মানের ব্যাপারে ছাড় দিইনি। এর জন্য নিজের ঘুম আর সামাজিক জীবন বিসর্জন দিয়েছি। এতে অবশ্য কোনো আফসোস নেই। কারণ আমার প্রথম ভালোবাসা ক্রিকেট এবং এই খেলার সঙ্গে জীবনের প্রতিটি সেকেন্ড ব্যয় করতে চাই’ - বলেছেন পীযুষ।

পীযূষের বর্তমান লক্ষ্য হলো সবাইকে ফ্যান্টাসি লিগ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং বিভিন্ন ধোঁকাবাজদের হাত থেকে নতুন ব্যবহারকারীদের রক্ষা করা। সে লক্ষ্যে নিজের অনুসারীর সংখ্যা দ্রুত ১০ লাখ ছাড়ানোরও ইচ্ছা তাঁর।