ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হলো বিসিএল ফাইনাল

কুয়াশার কারণে বিসিবিএল ফাইনাল শুরু হয়েছে দেরিতেছবি: শামসুল হক

দেশের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি প্রথম শ্রেণির প্রতিযোগিতা বিসিএলের শিরোপাটা দক্ষিণাঞ্চলেরই সম্পত্তি যেন। পাঁচবার শিরোপা জিতেছে তারা। ফাইনাল খেলেছে সবশেষ চারবারই। হ্যাটট্রিক শিরোপাও আছে তাদের। আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাদের সামনে ওয়ালটন মধ্যাঞ্চলের চ্যালেঞ্জ।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল খেলা শুরু হয়েছে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সকাল সাড়ে নয়টায় শুরুর কথা থাকলেও ভোরের কুয়াশার কারণে কিছুটা দেরি করেই শুরু হলো খেলা। দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ফাইনালে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে মধ্যাঞ্চল। তবে ব্যাটিংয়ের শুরুটা মন্দ হয়নি দক্ষিণাঞ্চলের। বিনা উইকেটে ৫৫ রান তুলেছে তারা।

সৌম্য খেলছেন মধ্যাঞ্চলের হয়ে
ফাইল ছবি

দেশের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি প্রথম শ্রেণির প্রতিযোগিতা বিসিএলের শিরোপাটা দক্ষিণাঞ্চলেরই সম্পত্তি যেন। পাঁচবার শিরোপা জিতেছে তারা। ফাইনাল খেলেছে সবশেষ চারবারই। হ্যাটট্রিক শিরোপাও আছে তাদের। আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাদের সামনে ওয়ালটন মধ্যাঞ্চলের চ্যালেঞ্জ।

এবারের বিসিএলে ফাইনালের পোশাকি মহড়াটা অবশ্য কিছু দিন আগেই হয়ে গেছে। চট্টগ্রামে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের লড়াইটা অবশ্য অমীমাংসিতই থেকে গেছে।

দুই দলে যারা যারা খেলছেন

দক্ষিণাঞ্চল: পিনাক ঘোষ, এনামুল হক, কামরুল ইসলাম, ফরহাদ রেজা (অধিনায়ক), নাসুম আহমেদ, অমিত হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকির হাসান, মেহেদী হাসান রানা, রিশাদ হোসেন।

মধ্যাঞ্চল: শুভাগত হোম (অধিনায়ক), তাইবুর রহমান, আবু হায়দার, সৌম্য সরকার, মুকিদুল ইসলাম, আবদুল মজিদ, হাসান মুরাদ, রবিউল হক, সালমান হোসেন, জাকির আলী, মোহাম্মদ মিঠুন