বলটা তুলে দিলে বাকিটা বুঝে নেন বুমরা

দিল্লির বিপক্ষে দারুণ বোলিং করেছেন যশপ্রীত বুমরা।ছবি: আইপিএল

শিখর ধাওয়ানকে আউট করা ইয়র্কারটা স্মৃতিতে এখনো তরতাজা। ধাওয়ানের পা জায়গামতো নেওয়ার সময়টুকু পর্যন্ত দেননি যশপ্রীত বুমরা। মুম্বাই ইন্ডিয়ানস পেসার কাল আইপিএলে ছিলেন এমনই দুর্দান্ত ছন্দে। আক্ষরিক অর্থেই ‘আনপ্লেয়েবল’ হয়ে উঠেছিলেন। ১৪ রানে ৪ উইকেট নিয়ে মুম্বাইয়ের ফাইনালে ওঠার পথে হয়েছেন ম্যাচসেরাও। অধিনায়কেরা মনে মনে যেমন পেসার চেয়ে থাকেন, বুমরা যেন তেমনই এক পেসার! বেশি কিছু বলার দরকার নেই, শুধু হাতে বলটা তুলে দাও, বাকিটা সে নিজেই দেখবে—বুমরাকে নিয়ে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার তুষ্টিটা এ পর্যায়ের!

কাল মুম্বাইকে ফাইনালে তোলার পথে নিজের ক্যারিয়ারে নতুন এক মাইলফলকের দেখাও পেয়েছেন ভারতের এ পেসার। টি-টোয়েন্টিতে এটাই সেরা বোলিং বুমরার। ধাওয়ানের পর দিল্লি ক্যাপিটালসের শ্রেয়াস আইয়ার, মার্কাস স্টয়নিস ও ড্যানিয়েল স্যামসকেও তুলে নেন তিনি। বুমরা তাঁর বোলিং শেষ করার পরপরই একটি টুইট করে মুম্বাই ইন্ডিয়ানস, ‘৪ ওভার, ১৪ রান, ১ মেডেন, ৪ উইকেট। টি-টোয়েন্টিতে বুমরার সেরা বোলিং ফিগার।’

দুর্দান্ত এক ইয়র্কারে শিখর ধাওয়ানকে ফিরিয়েছেন বুমরা।
ছবি: টুইটার

এর মধ্য দিয়ে এবার আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়ও শীর্ষে উঠে এলেন বুমরা। এ মৌসুমের ‘পার্পল ক্যাপ’টা এখন তাঁর। ২৭ উইকেট নিয়ে পেছনে ফেললেন কাগিসো রাবাদাকে (২৫)। ভারতীয় বোলারদের মধ্যে আইপিএলের এক মৌসুমে এত দিন সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছিল ভুবনেশ্বর কুমারের (২৬)। এ রেকর্ডটিও নিজের নামে নতুন করে লিখিয়ে নিলেন ভুবনেশ্বরের জাতীয় দল সতীর্থ বুমরা।

এবার আইপিএলে সর্বোচ্চ উইকেট এখন বুমরার।
ছবি: টুইটার

ম্যাচসেরা বুমরা জয়ের পর মজা করে বলেন, ‘ব্যাটসম্যানরা তো সব পুরস্কার নিয়ে নিচ্ছিল। কোনো বোলার পাওয়ায় ভালো লাগছে।’ ইয়র্কার নিয়েও কথা বলেন তিনি, ‘উইকেট পেয়ে ভালো লাগছে। শুধু নিজের ভূমিকাটা পালন করতে চাই। শুরুর ইয়র্কারটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচে শুরুর দিকে এটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ঠিকঠাক ফেলতে পারায় ভালো লাগছে। অধিনায়কের কথামতো বল করতে আমি যেকোনো সময় প্রস্তুত।’

মুম্বাই অধিনায়ক রোহিত তাঁর সতীর্থ পেসারের প্রশংসা সেরেছেন অল্প কথায়, ‘তার চিন্তাভাবনা খুব পরিষ্কার। বুমরার সঙ্গে আমার খুব বেশি কথা বলার দরকার পড়ে না। তাকে শুধু বলটাই দিই, বাকি পরিকল্পনা সে নিজেই ফলায়।’