বলে স্যানিটাইজার মাখিয়ে নিষিদ্ধ ৯ ম্যাচ

ক্লেডন জাতীয় দলে সুযোগ না পেলেও ইংলিশ কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ।
ছবি: টুইটার

পৃথিবীজুড়ে চলছে করোনা অতিমারি। এর জের ধরে ক্রিকেট বলে লালা মাখানো নিষিদ্ধ। মিচ ক্লেডন তাই বলে কী মাখাবেন ভেবে পাচ্ছিলেন না। উপায়ন্তর না পেয়েই বুঝি দ্বারস্থ হয়েছিলেন হ্যান্ড স্যানিটাইজারের। তখন এ নিয়ে ওঠা অভিযোগের শাস্তি দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি)। সাসেক্সের অস্ট্রেলিয়ান এ পেসারকে ৯ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

ইসিবির ক্রিকেট শৃঙ্খলা কমিশনের (সিডিসি) কাছে বলের অবস্থা পাল্টানোর দায় স্বীকার করেছেন ৩৭ বছর বয়সী ক্লেডন। গত আগস্টে বব উইলিস ট্রফিতে সাসেক্স-মিডলসেক্স ম্যাচে বলে স্যানিটাইজার মাখানোর অভিযোগ ওঠে ক্লেডনের বিরুদ্ধে। ওই ঘটনার পর সাসেক্স অভ্যন্তরীন তদন্তের মাধ্যমে ৬ ম্যাচ বসিয়ে রেখেছিল তাঁকে। এরপর এল ইসিবির শাস্তির সিদ্ধান্ত। ইসিবির বিবৃতিতে বলা হয়, ‘বুধবার সিডিসি প্যানেলের অভিযোগ ক্লেডন স্বীকার করার পর তাকে ৯ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এই শাস্তির মধ্যে সাসেক্সের আরোপিত ৬ ম্যাচও আছে, যা এর মধ্যেই ভোগ করেছেন ক্লেডন।’

ক্লেডন জাতীয় দলে সুযোগ না পেলেও ইংলিশ কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ। ইয়র্কশায়ার, ডারহাম, কেন্টের পর সাসেক্সের হয়ে খেলছেন তিনি। সে ম্যাচে মিডলসেক্সের প্রথম ইনিংসে ৩ উইকেট নেন তিনি। ক্রিকেটে ঐতিহ্যগতভাবেই বলের চকচকে ভাব ধরে রাখতে এবং সুইংয়ের কারিশমা দেখাতে লালার ব্যবহার করে আসছেন বোলাররা। অনেক দল তো শুধু এ কাজটা ভালো পারেন বলেই কিছু ফিল্ডারকে আনুষ্ঠানিকভাবে লালা মাখানোর দায়িত্ব দিয়ে রাখত। ফলে করোনার কারণে সংক্রমণ ঠেকাতে লালার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় ক্রিকেটে বোলারদের কী হবে, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে এখনো। কিন্তু ক্লেডন যে হ্যান্ড স্যানিটাইজার মাখিয়ে বসবেন তা জানত কে!

শুনানিতে ক্লেডন জানান, ম্যাচে বলে পরিষ্কারের জন্য বেঁধে দেওয়া সময়ে তিনি এক হাতে স্যানিটাইজার মাখিয়েছিলেন। কিন্তু এরপর অপর হাতে আর তা মাখেননি। মানে, দুই হাতে ভালো করে আর মাখেননি তিনি। এতে স্বাভাবিকভাবেই তাঁর এক হাতে স্যানিটাইজার লেগে থাকার কথা। দুই হাতে ভালোভাবে মাখলে তা থাকত না। সে ক্ষেত্রে বিরতির পর বোলিং শুরুর সময়ও তাঁর হাতে স্যানিটাইজার লেগে ছিল। যদিও ক্লেডনের আইনজীবী শুনানিতে দাবি করেন, বিরতির পর ক্লেডনের বলে কোনো সুইং হয়নি। তিনি মাত্র ৩ উইকেট পেয়েছিলেন।

বোর্ডের নীতিমালা ভাঙার দায়ে সাসেক্সকেও শাস্তি দিতে পারে ইসিবি। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, দলটির চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটতে পারে ইসিবি। এ জন্য শৃঙ্খলা কমিটির সামনে বসতে হবে সাসেক্সকে। অভিযোগ প্রমাণ হলে আগামী মৌসুমে ১২ পয়েন্ট কেটে রাখা হবে দলটির।