বাংলাদেশ দলকে ‘দোয়া’ ও তামিমকে ‘বিশেষ ভালোবাসা’ মাশরাফির

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাছবি: প্রথম আলো

ওয়ানডে সিরিজ শুরুর আগে একসময় মাশরাফি বিন মুর্তজারও এমন সময় কেটেছে। জয়ের অঙ্ক কষা, খেলোয়াড়দের চাঙা রাখা, সব ঠিকঠাক করে মাঠে নেমে পড়া।

এখন সে ব্যস্ততা আর নেই মাশরাফির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে কাল থেকে। মাশরাফি দলের বাইরে।

শেষ কথাটার শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকলে বরং সেটাই হতো বিস্ময়কর। ৩৭ বছর বয়স ও পড়তি পারফরম্যান্স মিলিয়েই দলের বাইরে বাংলাদেশের সাবেক অধিনায়ক।

তবু কী ভালোবাসার দল ছাড়া থাকা যায়! ভক্তরাই যেখানে থাকতে পারেন না, সেখানে জাতীয় দলের ২০ বছরের এক ক্যারিয়ারের দূরে থাকা তো আরও কঠিন। মাশরাফি তাই নিজের জায়গা থেকেই ওয়ানডে সিরিজের আগে শুভকামনা জানালেন বাংলাদেশ দলকে।

ফেসবুকে আজ নিজের ভেরিফায়েড পেজে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি।

ওয়ানডেতে নিয়মিত অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম ইকবালকেও তিনি জানিয়েছেন শুভেচ্ছা, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইল শুভকামনা। ‘‘তামিম ইকবাল খান’’–এর জন্য রইল স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সব চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সব সময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই—বাংলাদেশ।’

সিরিজের প্রথম ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। করোনার বিরতি কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে জাতীয় দল।

সময়ের হিসেবে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ। সমর্থকদের ‘বাংলাদেশ’ আওয়াজ তুলে সমর্থন জানাতে বলেছেন মাশরাফি।

ওদিকে নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে কালই অভিষেক ঘটবে তামিমের। সতীর্থের প্রতি তাই শুভকামনা ও ভালোবাসা প্রকাশ করেছেন মাশরাফি।