বাংলাদেশ শ্রীলঙ্কা যাবে ১২ এপ্রিল

২০১৮ শ্রীলঙ্কা সফরে এভাবেই উদ্‌যাপন করেছিল বাংলাদেশ দল।
ফাইল ছবি

আগামী ১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। পরের মাসে আবার বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করবে। ২০ মে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর করার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের দুটি টেস্ট খেলা হবে একই ভেন্যুতে। তবে খেলা কোন ভেন্যুতে হবে, সেটি জানাননি বিসিবির প্রধান নির্বাহী। তবে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে থাকবে কলম্বোয়, ‘দুটি টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোয় থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ছয়-সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে, অন্যান্য নিয়মনীতি যা আছে, এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’

টানা দুটি বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ হবে এপ্রিল-মে মাসে।
ফাইল ছবি

শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের এ সফর হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। করোনার কারণে সিরিজটি স্থগিত হয়। এরপর অক্টোবরে আবার সিরিজটি আয়োজনের চেষ্টা করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টিনের নিয়ম নিয়ে বনিবনা না হওয়ায় অক্টোবরেও সিরিজটি মাঠে গড়ায়নি। আগামী এপ্রিলে দুই দলের কোনো সিরিজ না থাকায় এই সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে দুই সপ্তাহের মতো সময় পাবেন ক্রিকেটাররা। এরপর বাংলাদেশ শ্রীলঙ্কায় যাবে, ‘শ্রীলঙ্কা থেকে আসার পর হয়তো আমরা ১৪-১৫ দিনের একটা বিরতি পাব। আমরা আশা করছি, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সঙ্গে শ্রীলঙ্কার ঘরের মাঠের সিরিজ হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।’