বাংলাদেশ সফর নিয়ে ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ গঙ্গা

অনেক নিয়মিত তারকাকেই দেখা যাবে না বাংলাদেশ সফরে।ফাইল ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের ভয়ে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ওপর চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গা। সিরিজ নিশ্চিত করার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই প্রতিনিধিদল করোনার সময় বাংলাদেশের ক্রিকেট আয়োজনের সামর্থ্য দেখে ইতিবাচক প্রতিবেদনই দিয়েছিলেন। তবু ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত ক্রিকেটারদের আস্থার অভাব দেখে ক্ষুব্ধ হয়েছেন তিনি।

বাংলাদেশ সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ ও ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু আইসিসির দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেই থাকছেন না ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত ১০ ক্রিকেটার। টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড ছাড়াও করোনার কারণে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান। পারিবারিক কারণে নেই ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ।  

মূল ক্রিকেটাররা না থাকায় একঝাঁক নতুন খেলোয়াড় নিয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। বিষয়টি একদমই পছন্দ হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮ টেস্ট খেলা গঙ্গার। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ওদের একটা দায়বদ্ধতা থাকা উচিত। আমরা সেটা অনেক ক্রিকেটারের মধ্যেই দেখছি না। আমি সেদিকেই আঙুল তুলতে চাচ্ছি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছে। প্রতিনিধিরা আন্তর্জাতিক সফরের জন্য বাংলাদেশকে নিরাপদ বলেছেন। আপনার অঞ্চলে যেই প্রতিষ্ঠান ক্রিকেট পরিচালনা করে, তাদের বিশ্বাস করতে হবে।’

গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের বাজে পারফরম্যান্সও গঙ্গার হতাশা বাড়িয়েছে। গত কয়েক বছরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ দারুণ টেস্ট দলে পরিণত হয়েছে। কিন্তু দেশের বাইরে গেলে হোল্ডারের দলকে কেমন জানি এলোমেলো মনে হয়। নিউজিল্যান্ড সফরে সেটি আরেকবার দেখা গেছে। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে ওয়েস্ট ইন্ডিজের অর্জন বলতে দুই নতুন ক্রিকেটার জশুয়া ডি সিলভা ও চেমার হোল্ডারের অভিষেক। এই দুজনই বাংলাদেশ সফরের দলে আছেন।

২০১৮ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল উইন্ডিজ দল।
ফাইল ছবি: প্রথম আলো

গঙ্গা এ ছাড়া কোনো ইতিবাচক দিক খুঁজে পান না, ‘আমার মনে হয় উন্নতির অনেক জায়গা আছে। ওয়েস্ট ইন্ডিজ দলের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে আমি অন্তত টি-টোয়েন্টি সিরিজটা জেতার আশা করেছিলাম। সেটা হয়নি। টেস্টে আরও বেশি প্রতিযোগিতা আশা করেছিলাম। কিন্তু দ্বিতীয় টেস্টের পারফরম্যান্স প্রথম টেস্ট থেকেও খারাপ হয়েছে। কিছু ইতিবাচক দিকও অবশ্য আছে। জশুয়া ডি সিলভা ও চেমার হোল্ডারের অভিষেক হয়েছে।’ তিনি অবশ্য মানছেন, ‘এক রাতেই সব বদলে যাবে না। সময় লাগবে।’