বাংলাদেশকে আগাম হুমকি ম্যাথুস–চান্ডিমালদের

ঘরোয়া ক্রিকেটে রান পেয়েছেন তিন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল মেন্ডিস।ছবি :  এএফপি

শ্রীলঙ্কান ক্রিকেটাররা সেই জুন মাস থেকেই অনুশীলন করছেন। করোনাভাইরাসের সংক্রমণ কম থাকায় উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কাতেই ক্রিকেট চলছে। এ মাসেই শেষ হয়েছে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট। শ্রীলঙ্কান মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমালরা রান বন্যা বইয়ে দিয়েছেন নিজেদের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে। বিশাল সেঞ্চুরি করে তিনজনই আগামী অক্টোবরে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি সেরে নিয়েছেন।

আগস্টেই প্রস্তুতির জন্য চারটি ম্যাচ পেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এই সুযোগের পুরো ফায়দা নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসরা। মিডল অর্ডার ব্যাটসম্যান মেন্ডিস চার ম্যাচ খেলে তিনটি সেঞ্চুরি করেছেন, এর মধ্যে একটি আবার ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটাই মেন্ডিসের প্রথম ডাবল সেঞ্চুরি।

দিনেশ চান্ডিমাল
ফাইল ছবি
শ্রীলঙ্কার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন দিনেশ চান্ডিমাল। আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে সারাসেনসের বিপক্ষে করেছেন অপরাজিত ৩৫৪ রান।

আরেক ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল আছেন দুর্দান্ত ছন্দে। চার ম্যাচ খেলে প্রতি ম্যাচেই রান পেয়েছেন তিনি। একটি সেঞ্চুরি, দুটি ফিফটির পর শেষ ম্যাচে এসে গড়েছেন রেকর্ড। ৩৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে গড়েছেন শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ৩৫৪ রানের ইনিংসটি আবার খেলেছেন ওয়ানডে মেজাজে। মাত্র ৩৯১ বল খরচ করেছেন চান্ডিমাল।

রান পেয়েছেন ম্যাথুসও। ১৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এবারের মৌসুমের প্রথম ম্যাচে। এরপর দুই ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে এসে ফিফটি করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে তিন ইনিংস আগেই আবার ডাবল সেঞ্চুরি করেছিলেন ম্যাথুস। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ২০০ করে অপরাজিত ছিলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

তিনজনই থাকবেন বাংলাদেশের বিপক্ষে আগামী অক্টোবরের তিন ম্যাচের টেস্ট সিরিজে। ম্যাথুসরা খেলবে আবার নিজেদের ঘরের মাঠে খেলা। এর মধ্যে ছন্দ খুঁজে পাওয়া শ্রীলঙ্কার এই তিন মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ সেই তুলনায় অনেকটা পিছিয়ে। মাত্র একক অনুশীলন থেকে জুটি বেঁধে অনুশীলন শুরু করেছে বাংলাদেশি ক্রিকেটাররা। দলগত অনুশীলন শুরু করতে আরও তিন সপ্তাহ। শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ প্রথম শ্রেণির মানের ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে না। বিসিবি হাই পারফরম্যান্স দলের বিপক্ষে কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর সরাসরি টেস্ট ম্যাচে যাবে মুমিনুল হকের দল।