বাংলাদেশকে স্বস্তি দিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়া দলের কেউ ওয়েস্ট ইন্ডিজ সফরে কোভিড–১৯ পজিটিভ হননিছবি: এএফপি

স্বস্তি!

তা বলাই যায়। ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া চলমান ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলের কেউ কোভিড–১৯ পজিটিভ হলে জটিলতা সৃষ্টি হতো দলটির বাংলাদেশ সফর করা নিয়ে। কিন্তু স্বস্তির খবর হলো, দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে সংশ্লিষ্ট মোট ১৫২ জনের কোভিড পরীক্ষায় কেউ পজিটিভ হননি।

কাল খবরটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি। ওয়েস্ট ইন্ডিজ দলের সংশ্লিষ্ট এক কর্মী দ্বিতীয় ওয়ানডের আগে করোনা পজিটিভ হওয়ায় অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। ম্যাচটি তখন স্থগিত করা হয়।

ক্রিকইনফো জানিয়েছে, দ্বিতীয় ম্যাচ যেখান থেকে স্থগিত করা হয়েছিল, সেখান থেকে আজ শুরু হবে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালেক্স ক্যারি। কিন্তু ম্যাচ শুরুর কিছু সময় পূর্বে ওয়েস্ট ইন্ডিজ দলের সংশ্লিষ্ট সেই কর্মীর করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়।

ওয়েস্ট ইন্ডিজ দলের কোনো খেলোয়াড় কোভিড–১৯ পজিটিভ হননি।
ছবি: এএফপি

এরপরই স্থগিত করা হয় ম্যাচ। দুই দলকে তাৎক্ষণিকভাবে হোটেলে পাঠিয়ে আইসোলেশনে রাখা হয়। তখন অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছিল, কোভিড–১৯ পরীক্ষায় কেউ পজিটিভ হলে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে জটিলতা হতে পারে।

বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৩ আগস্ট থেকে এই টি–টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে সোমবার।

তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মিলে বের করার চেষ্টা করছে সিরিজের মধ্যে কোভিড–১৯ ভাইরাস হানা দিল কীভাবে!

এ নিয়ে সিডব্লিউআইয়ের সভাপতি রিকি স্কেরিট বলেন, ‘কেনসিংটন ওভালে কাল (আজ) থেকে ওয়ানডে সিরিজ পুনরায় শুরু করতে পেরে আমরা আনন্দিত। এ জন্য সিএকে ধন্যবাদ জানাই আমরা। আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

দ্বিতীয় ওয়ানডে স্থগিত হওয়ার পর স্টেডিয়াম ছাড়ার পথে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা।
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে কেউ কোভিড–১৯ পজিটিভ হলে আইসোলেশন নিয়মের কারণে চলতি সিরিজ ও বাংলাদেশ সফর স্থগিতও করা হতে পারত। কারণ, বাংলাদেশের উদ্দেশে উড়াল দেওয়ার আগে অস্ট্রেলিয়া দল কখনোই এ ঝুঁকি নেবে না।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে মঙ্গলবার থেকে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এ ছাড়া দুই টেস্টের সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।