বাংলাদেশকে হারাতে ওয়েস্ট ইন্ডিজের প্রেরণা ভারত

অনুশীলনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল।ছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় যেকোনো দলের জন্যই বড় ব্যাপার। ২০১৮ সালে বিরাট কোহলির ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জয় করে। তবে ভারতের সেই সিরিজ জয়ে ছিল প্রশ্নবোধক চিহ্ন। নিষেধাজ্ঞার কারণে সেই সিরিজে ছিলেন না স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এবার দুই তারকা অস্ট্রেলিয়া দলে থাকায় ভারতের কাজটা সহজ হবে না, সিরিজ শুরুর আগে এমনটাই বলছিলেন বেশির ভাগ মানুষ। কিন্তু শেষ পর্যন্ত হলো উল্টাটা। ভারত ঠিকই সিরিজ জিতল দাপট দেখিয়ে।

সেটিও আবার আনকোড়া এক দল নিয়ে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের শুরু থেকেই একের পর এক চোটে তারকা ক্রিকেটারদের হারায় ভারত। তার ওপর প্রথম টেস্টের পর দেশে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। এরপর একে একে পাঁচ ক্রিকেটারকে টেস্ট ক্যাপ দেয় ভারত। তবে ভঙ্গুর দল নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে তারা। বাংলাদেশেও প্রায় ভঙ্গুর দল নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। কাল থেকে শুরু ওয়ানডে সিরিজের আগে তাই ওয়েস্ট ইন্ডিজ প্রেরণা হিসেবে নিচ্ছে ভারতের অস্ট্রেলিয়া জয়কেই।

অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন মোহাম্মদ (ডানে) ও সুনীল অ্যামব্রিস।
ছবি: প্রথম আলো

প্রথম ওয়ানডের আগে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের অধিনায়ক জেসন মোহাম্মদ আজ অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হ্যাঁ, আমরা এমন কিছুই করতে চাই। তবে সেটি নির্ভর করছে সেই দিন আমরা কেমন খেলি। অনেকেরই অভিষেক হতে যাচ্ছে আমাদের হয়ে। তবে আমাদের দলের মধ্যে পারফর্ম করার আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস থাকলে এসব অর্জন সম্ভব। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে তাই দেখা গেল। আমাদেরও মানসিকতা একই। কাল ভালো খেলার চেষ্টা করব এবং আশা করি ফল আমাদের পক্ষে আসবে।’

ঘরের মাঠে পরিষ্কার ফেবারিট বাংলাদেশের বিপক্ষে বাড়তি চাপ নিতে রাজি নন ক্যারিবীয় অধিনায়ক। জেসনের চাওয়া, তরুণদের নিয়ে গড়া দলটা মাঠের ক্রিকেটটা উপভোগ করুক। কে জানে, হয়তো ব্যক্তিগত পারফরম্যান্স জোড়া লাগিয়ে প্রথম ম্যাচে অঘটন ঘটাবে ওয়েস্ট ইন্ডিজ, ‘আমরা সিরিজটা উপভোগ করতে চাই, প্রথম ম্যাচটা উপভোগ করতে চাই। আমাদের সবার জন্যই এটা বড় সুযোগ। ব্যক্তিগতভাবে যদি ভালো করি, তাহলে সামগ্রিকভাবে দলও ভালো করবে।’

অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজ দল।
ছবি: প্রথম আলো

বাংলাদেশের স্পিনশক্তি বড় বাধা হতে পারে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ যদি তিন পেসারও খেলায়, ওয়েস্ট ইন্ডিজের মূল চ্যালেঞ্জটা যে হবে ম্যাচের মাঝের ওভারগুলোয় স্পিন সামলানো, তা ভালো করেই জানেন জেসন। গত কয়েক দিনের অনুশীলনে স্পিন ছিল ক্যারিবীয়দের মূল আলোচ্য বিষয়। এবার অনুশীলনের কঠিন পরিশ্রম মাঠে টেনে আনতে চান ক্যারিবীয় অধিনায়ক, ‘এখানে ভালো ফল চাই। আমরা বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। প্রস্তুতি ভালো নিয়েছি। আশা করি, যা শিখেছি তা ম্যাচে কাজে লাগাতে পারব।’