বাংলাদেশে এল অস্ট্রেলিয়া

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে অস্ট্রেলিয়াছবি: বিসিবি

বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। আজ বিকেল ৪.১০-এর দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ভাড়া করা বিমানে ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি এসেছে দলটি।

দুই বোর্ডের সমঝোতা অনুযায়ী, ইমিগ্রেশন ছাড়াই সরাসরি হোটেলে যাচ্ছে অস্ট্রেলিয়া। তাঁদের পাসপোর্ট জমা নেওয়া হবে। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন শেষে পাসপোর্ট জীবাণুমুক্ত করে ফিরিয়ে দেওয়া হবে এরপর। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলের কঠোর জৈব সুরক্ষাবলয়ে ঢুকে যাবেন তাঁরা।

ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় ওয়ানডে স্থগিত হওয়ার পর হোটেলে যাচ্ছেন অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়েরা
ফাইল ছবি: এএফপি

শুরুতে তিন দিন কোয়ারেন্টিন করবে অস্ট্রেলিয়া, এরপর করবে অনুশীলন। খেলোয়াড়দের ফিটনেসের জন্য এরই মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে হোটেলে।

এর আগে আজ সকালেই জিম্বাবুয়ে থেকে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সকাল ৯টায় এসে পৌঁছেছেন মাহমুদউল্লাহরা। বাংলাদেশ প্রায় এক মাসের সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে।

থাকবেন না মুশফিক-লিটন।
ফাইল ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশ দলও থাকবে তিন দিনের কোয়ারেন্টিনে। সময়মতো জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে পারেননি বলে এ সিরিজে খেলতে পারছেন না মুশফিকুর রহিম, আমিনুল ইসলাম ও লিটন দাস।

৩ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব খেলাই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।