বাংলাদেশে খেলে নাম কামাবে ক্যারিবীয়রা

নিয়মিত তারকারা না থাকায় বাংলাদেশ সফরকে ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন মুখদের জন্য সুযোগ হিসেবে দেখা হচ্ছেছবি: টুইটার

নিয়মিত দলে থাকা ১০ ক্রিকেটার নেই। টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডও না থাকার দলে যোগ দিয়েছেন।

একঝাঁক নতুন মুখ নিয়ে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস অবশ্য এই দল নিয়েই বড় স্বপ্ন দেখছেন।

কাগজে–কলমে দুর্বল মনে হলেও এখান থেকেই নাকি একঝাঁক ভবিষ্যৎ তারকা জন্ম নেবে।

অনলাইন সংবাদ সম্মেলনে জিমি অ্যাডামস বলেছেন, ‘আমি এটাকে সুযোগ হিসেবে দেখছি। উপমহাদেশ সফরে আলাদা চ্যালেঞ্জ আছে। বছরের পর বছর অনেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এমন কন্ডিশনে প্রথমবার খেলতে গিয়ে নিজেদের নাম বানিয়ে এসেছে। আমি দলের দিকে তাকিয়ে যা দেখছি, সেখানে অভিজ্ঞতা নেই। কিন্তু এখানে প্রতিভার কমতি নেই। আমরা বিশ্বাস করি, শুধু ভালো পারফরম্যান্স নয়, আমরা কয়েকজনের দীর্ঘ ক্যারিয়ারের শুরু দেখতে পাব। এমন সফরে আমি এভাবেই চিন্তা করতে চাই।’

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দলে পোলার্ড ও হোল্ডার ছাড়া আরও নেই ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেস, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান।

প্রত্যেকেই করোনাভাইরাসের ঝুঁকিকে কারণ দেখিয়ে সফর থেকে সরে গেছেন। অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন ও টেস্ট উইকেটকিপার শেন ডাওরিচ থাকছেন না পারিবারিক কারণে।

হোল্ডারের অনুপস্থিতিতে টেস্ট দলের অধিনায়কত্ব করবেন ওপেনার ক্রেগ ব্র্যাফেট। টপ অর্ডার ব্যাটসম্যান কাভেম হজ প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। হজের বাঁহাতি স্পিনটাও বাংলাদেশ সফরের দলে নেওয়ার আরেক কারণ।

বাঁহাতি ওপেনার শেন মোজলি ও কাইল মেয়ার্স ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই বিদেশ সফরে ছিলেন। বাংলাদেশে মূল ক্রিকেটাররা না থাকায় খেলার সুযোগ হতে পারে তাঁদের। স্পিন বিভাগে নতুন ভিরাস্বামী পেরমাউল।

বাংলাদেশ সফরে টেস্টে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ
ছবি: টুইটার

ওয়ানডেতে পোলার্ডের জায়গায় অধিনায়কত্ব করবেন জেসন মোহাম্মেদ। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকিল হোসেন ও বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান কিরন ওটলে।

তবে বাংলাদেশ সিরিজে ওয়ানডে অভিষেক হতে পারে একঝাঁক ক্যারিবীয় ক্রিকেটারের। মেয়ার্স, আকিল হোসেন, ওটলে, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন ও চেমার হোল্ডার—প্রত্যেকেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়ানডে ক্যাপ পেতে পারেন।