বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে উইন্ডিজ

আগামী জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের।প্রথম আলো ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সিরিজ আয়োজনের কার্যক্রম এগিয়ে চলেছে। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, জানুয়ারির সফরের আগে বাংলাদেশে দুই সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশে আসার কথা জানুয়ারির প্রথম সপ্তাহে। তার আগে এ মাসেই বিসিবির প্রস্তুতি পর্যবেক্ষণ করতে দুজন পর্যবেক্ষক পাঠিয়ে পরিস্থিতি বুঝতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘২৮ নভেম্বর ওদের দুজন পর্যবেক্ষক আসবেন। একজন স্বাস্থ্য ও আরেকজন নিরাপত্তা বিভাগের। তাঁরা সফরের দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম ঘুরে দেখবেন। পর্যবেক্ষণের পর তাঁরা তাঁদের রিপোর্ট দেবেন। এ বিষয়ে আমরা অনেকটা এগিয়েছি। সিরিজ হওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী।’

আমি এতটুকু নিশ্চিত করতে চাই, আমরা আমাদের সেরা দলটাই যেকোনো সফরে পাঠাব। এমনকি বাংলাদেশেও।
রিকি স্কেরিট, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি

ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের শুরুতে থাকবে ওয়ানডে সিরিজ, মাঝে টি-টোয়েন্টি আর শেষে টেস্ট সিরিজ। কোভিড পরিস্থিতিতে লম্বা সফর কঠিন হয়ে যাবে বলে এরই মধ্যে ক্যারিবীয়রা সফরের দৈর্ঘ্য কমানোর প্রস্তাব দিয়েছে। সে ক্ষেত্রে তিন টেস্টের জায়গায় হতে পারে দুই টেস্ট। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

কদিন আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা বাংলাদেশ সফরে আসতে চাই। আমরা দুই বোর্ডের সম্পর্ক ও দ্বিপক্ষীয় চুক্তিকে সম্মান করি। আমি এতটুকু নিশ্চিত করতে চাই, আমরা আমাদের সেরা দলটাই যেকোনো সফরে পাঠাব। এমনকি বাংলাদেশেও। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সফর সব সময়ই চ্যালেঞ্জিং। কারণ, আমাদের কন্ডিশনের চেয়ে সেখানকার পরিবেশ একেবারে আলাদা।’