বাংলাদেশের ক্রিকেটে যেখানে অনন্য রাজ্জাক ও শাহরিয়ার

একই দিনে অবসর নিলেন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা আবদুর রাজ্জাক (বাঁয়ে) ও শাহরিয়ার নাফীস।ছবি: বিসিবি

আবদুর রাজ্জাকের যত কীর্তি

• বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট।
• ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি (২১ বল)। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। রেকর্ডটি মোহাম্মদ আশরাফুলের (বিপক্ষ ইংল্যান্ড, ২০০৫) সঙ্গে ভাগাভাগি করছেন রাজ্জাক।
• বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট।
• লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সেরা বোলিং (৭/১৭)।
• তিন সংস্করণ মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ১০০০ উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার পর আবদুর রাজ্জাক।
ছবি: শামসুল হক

শাহরিয়ার নাফীসের যত কীর্তি

  • ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে হাজার রান করা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান (২০০৬ সালে ১০৩৩)।

  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম অধিনায়ক।

  • ওয়ানডেতে একাধিক সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান। তাঁর ৪ সেঞ্চুরির রেকর্ড টিকে ছিল ২০১০ সাল পর্যন্ত।

  • বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম এক হাজার রান (২৯ ম্যাচ)।

  • বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম দুই হাজার রান (৬৫ ম্যাচ)।

  • প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচের দুই ইনিংসেই ১৫০ ছাড়ানো একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান।

  • টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান।

  • টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিয়ান।

  • প্রথম শ্রেণিতে এক ম্যাচে সর্বোচ্চ রান (৩৪২)।

  • এক মৌসুমে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ রান (১৭২০ রান, ২০১৫)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর শাহরিয়ার নাফীস।
ফাইল ছবি