বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ পেছাল

২০১৯ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফর করেছিল বাংলাদেশ দল।ফাইল ছবি: এএফপি

সর্বশেষ নিউজিল্যান্ড সফরের স্মৃতি মানেই ক্রাইস্টচার্চের সেই সন্ত্রাসী হামলা। ২০১৯-এর মার্চে সফর শেষ না করে ফিরেছিল বাংলাদেশ। সেই মার্চেই আবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ মার্চ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। কিন্তু করোনা পরিস্থিতিতে সবাইকে প্রস্তুত হওয়ার পর্যাপ্ত সময় দেওয়ার জন্য সিরিজ এক সপ্তাহের জন্য পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। ১৩ মার্চ প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। সেটা এখন ২০ মার্চ হচ্ছে। এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯-এর কারণে যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সবাই, তার সঙ্গে সফরকারী দলকে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত হওয়ার জন্য’ পেছানো হচ্ছে সফর।

পেস বান্ধব উইকেটে পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।
ফাইল ছবি: এএফপি

১৩, ১৭ ও ২০ মার্চ হওয়ার কথা ছিল তিন ওয়ানডে। এখন সে ম্যাচগুলো যথাক্রমে হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। প্রথম ম্যাচ হবে ডানেডিনে। পরের ওয়ানডে খেলার জন্য ক্রাইস্টচার্চে যেতে হবে বাংলাদেশ দলকে। আর তৃতীয় ওয়ানডে হবে ওয়েলিংটনে। সফরের পরের অংশে থাকছে টি-টোয়েন্টি সিরিজ। সে সিরিজের তিন ম্যাচ খেলতেও তিনটি ভেন্যুতে যাবে বাংলাদেশ। ২৮ মার্চে হ্যামিলটনে হবে প্রথম টি-টোয়েন্টি। নেপিয়ার ও অকল্যান্ডে ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে বাকি দুই ম্যাচ।

এমন এক বিস্তৃত সফরের জন্য প্রস্তুত হতে পর্যাপ্ত সময় দরকার নিউজিল্যান্ডের। বিবৃতিতে ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করতে বাংলাদেশের সফর পূর্বনির্ধারিত সূচির চেয়ে সাত দিন পেছানো হচ্ছে। প্রথমে যে ভেন্যুতে ঠিক করা হয়েছিল, সেখানেই হবে খেলা, তবে ভিন্ন দিনে। এর আগে কুইন্সটাউনে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করবে দলটি। যাঁরা এরই মধ্যে ম্যাচগুলোর টিকিট কিনেছেন, তাঁদের ভেন্যু বা দিন পরিবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা চাইলে টিকিটের পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে।’

নিউজিল্যান্ড সফরে শুধু একদিনের ক্রিকেট খেলবে বাংলাদেশ।
ফাইল ছবি: এএফপি

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে, ২০ মার্চ, ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে, ২৩ মার্চ, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে, ২৬ মার্চ, ওয়েলিংটন

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি, ২৮ মার্চ, হ্যামিলটন
দ্বিতীয় টি-টোয়েন্টি, ৩০ মার্চ, নেপিয়ার
তৃতীয় টি-টোয়েন্টি, ১ এপ্রিল, অকল্যান্ড