বাংলাদেশের বিপক্ষে থাকবেন না গেইল-রাসেলদের কেউ

ত্রিদেশীয় সিরিজে অনেক পরিচিত মুখই থাকবে না। প্রথম আলো ফাইল ছবি
ত্রিদেশীয় সিরিজে অনেক পরিচিত মুখই থাকবে না। প্রথম আলো ফাইল ছবি

২০১৯ বিশ্বকাপের প্রস্তুতিপর্ব শুরু হয়ে যাচ্ছে। ভারত ছাড়া আর প্রায় সব কটি দেশ এ মাসেই শুরু করবে বিশ্বকাপের জন্য বিশেষ ক্যাম্প শেষ। বাংলাদেশ দলও সে পরিকল্পনাই করছে। এরপরই আয়ারল্যান্ডে যাচ্ছে দল। সেখানে স্বাগতিক দেশ ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিজেদের বাজিয়ে দেখা—দুটোই করতে চাইছে বাংলাদেশ। তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ, ত্রিদেশীয় সিরিজে পূর্ণ শক্তির উইন্ডিজদের পাচ্ছে না বাংলাদেশ।

গতকাল ওয়েস্ট ইন্ডিজ ৫ মে থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে। সিরিজ উপলক্ষে পরিচিত অনেক মুখকেই দেখা যাচ্ছে, অধিনায়ক জ্যাসন হোল্ডার এঁদের একজন। কিন্তু বিশ্বকাপ দলে নিশ্চিত জায়গা পাবেন—এমন অনেকেই নেই সেখানে। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড কিংবা শিমরন হেটমায়ারদের কেউই আয়ারল্যান্ডে থাকবেন না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পরিচালক জিমি অ্যাডামস তাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এটি বিশ্বকাপের স্কোয়াড নয়, ‘এ দল নির্বাচনে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ ফ্লয়েড রেইফার, অধিনায়ক জ্যাসন হোল্ডার এবং অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির প্রধান রবার্ট হেইনেস। তাঁরা আয়ারল্যান্ডের জন্য এমন এক দল নির্বাচন করেছেন, যাতে যুক্তরাজ্যের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থাকা খেলোয়াড়ের সংখ্যা বাড়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশ্বকাপের দল নয়, কারণ অনেক খেলোয়াড়ই এ সিরিজে খেলতে পারছেন না আইপিএলের জন্য।’

এতেই টেস্ট উইকেটরক্ষক শেন ডাউরিচ ডাক পেয়েছেন এই ওয়ানডে সিরিজে। শ্যানন গ্যাব্রিয়েল ও জোনাথন কার্টারও দুই বছর পর সুযোগ পেলেন ওয়ানডে দলে। রবার্ট হেইনেসও বলেছেন কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে দল ঘোষণায়, ‘ওয়েস্ট ইন্ডিজের দল নির্বাচনে আমরা নতুন এক নিয়ম চালু করেছি, যেখানে খেলোয়াড়ের উপস্থিতির নিশ্চয়তা, ফর্ম ও ফিটনেস গুরুত্ব পাবে। শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ ও জ্যাসন হোল্ডারের পেস আক্রমণ, দলের পারফরম্যান্সকে অনেক এগিয়ে দেবে। আমাদের মনে হয়েছে, অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের একসঙ্গে করতে পেরে ভালো সমন্বয় আনা যাবে।’

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
জ্যাসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল আমব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলি নার্স, রোস্টন চেজ, শেন ডাউরিচ (উইকেটরক্ষক), জোনাথন কার্টার