বাঙালি তরুণ ক্রিকেটারের মৃত্যু

অনিকেত শর্মা। সংগৃহীত ছবি
অনিকেত শর্মা। সংগৃহীত ছবি
>বাংলার ক্লাব ক্রিকেটে অনিকেত পরিচিত নাম। হৃদরোগে আক্রান্ত হয়ে ২১ বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই ক্রিকেটার।

২১ বছরের তরুণ ক্রিকেটার অলরাউন্ডার অনিকেত শর্মা প্রতিভা দিয়ে নজর কেড়েছিলেন পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের। গত বছর দলে টানা হয় তাঁকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বড় ক্রিকেটার হয়ে ওঠা হলো না শর্মার। খেলার আগে অনুশীলন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল।

দলের এই উদীয়মান ক্রিকেটারের মৃত্যুতে শোকে স্তব্ধ পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি সদস্য। শিষ্যের বিদায়ে দলের কোচের হাহাকারটাই বেশি, ‘সে ভালো একজন ক্রিকেটার ছিল। সে দলের মেধাবী সদস্য আর ফিল্ডার হিসেবেও ছিল ভালো। আমরা শোকাহত।’ অনিকেতের সতীর্থ খেলোয়াড়েরাও ভেঙে পড়েছেন। তাঁর এক সতীর্থ বলেন, ‘আমরা সবাই মাঠে অনুশীলন করছিলাম। সে ফুটবল নিয়ে অনুশীলন করছিল। হঠাৎ মাঠে পড়ে যায় আর আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই তাকে।’ সেই পড়ে যাওয়া থেকে আর উঠে দাঁড়ানো হয়নি ভারতীয় তরুণ এই ক্রিকেটারের।

ক্রিকেটের মাঠে এমন দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এই তো কয়েক বছর আগে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যু ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা প্রথম ঘটেছিল ১৮৭০ সালে। মাথায় বলের আঘাত লেগে মৃত্যু ঘটে ইংল্যান্ডের খেলোয়াড় জর্জ সামারসের। এই তালিকায় নাম আছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটারের। অনিকেতের মৃত্যুর কয়েক দিন আগে মৃত্যু হয়েছে আরেকজন ভারতীয় ক্রিকেটারের। তাঁর নাম রাজেশ ঘোটগে। তিনিও মৃত্যুবরণ করেন হৃদরোগে আক্রান্ত হয়েই।