বাবর আজম তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন—অভিযোগ ‘প্রতারিত’ নারীর

মাঠের পারফরম্যান্স নয়, বাইরের ঘটনাই বাবরকে আলোচনায় আনছে।
ছবি: টুইটার

অভিযোগ শেষই হচ্ছে না তাঁর। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন এই নারী। নিজেকে বাবরের স্কুলের সহপাঠী হিসেবে পরিচয় দেওয়া এই নারী বলেছেন, প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো তাঁকে নিপীড়ন করেছেন বাবর। এ নিয়ে অভিযোগ তোলার পর তাঁকে যেন হেনস্তা করা না হয়, সেটা নিশ্চিত করতে আদালত থেকে নির্দেশও দেওয়া হয়েছে।
এবার আবার নতুন অভিযোগ জানালেন ওই নারী। তাঁকে নাকি মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বাবরের বিরুদ্ধে অভিযোগ তোলায়!

গত সপ্তাহেই প্রথম আলোচনায় আসেন পাকিস্তানি এই নারী। লাহোরে এক সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেন, বাবর আজম তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, ধর্ষণ করেছেন। এমনকি গর্ভে সন্তান আসায় তাঁকে গর্ভপাতেও বাধ্য করেন বাবর, এই অভিযোগও তুলেছেন তিনি। এই মুহূর্তে পাকিস্তান দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে আছেন বাবর। তাই এ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য জানা যায়নি তাঁর। কিন্তু তাঁর পক্ষ থেকে নাকি পদক্ষেপ ঠিকই নেওয়া হচ্ছে গোপনে। অন্তত অভিযোগ করা নারীর দাবি, তাঁকে হুমকি দিতে তাঁর গাড়ির কাছে গোলাগুলি করা হয়েছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বেশ স্টাইলিশ প্রমাণ করছেন বাবর।
ছবি: টুইটার

নিজেকে বাবরের সহপাঠী দাবি করে এই নারী বলেছিলেন, ক্রিকেট ক্যারিয়ার তুঙ্গে ওঠার আগে নাকি তাঁর সঙ্গে সম্পর্ক ছিল বাবরের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক গড়া, গর্ভপাত ও বাবরের কাছ থেকে নিগৃহীত হওয়ার ঘটনায় পুলিশের কাছে ২০১৭ সালেই নাকি অভিযোগ করেছিলেন। কিন্তু কর্মরত পুলিশ নাকি তাঁর অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি ওই নারীর।

ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ জানালে নাকি জানানো হয়েছে, এটা বাবরের ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে তারা নাক গলাতে পারবে না। ফলে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেই নিজের অসহায়ত্বের কথা জানিয়েছেন। এরই মধ্যে তাঁর তোলা হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগ বাতিল করে দিয়েছেন আদালত।

ধর্ষণ ও বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগটি ১৪ ডিসেম্বর আদালতে তোলা হবে। এর আগে বাবর ও তাঁর পরিবার যেন নারীকে কোনোভাবে হয়রানি না করেন, সে ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু পাকিস্তানের জিও নিউজ বলছে, ওই নারী জানিয়েছেন, লাহোরের কাহনা পুলিশ স্টেশনের কাছে তাঁর গাড়ির কাছে এসে এক মোটরসাইকেল আরোহী গুলি করেন। তাঁকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি ওই নারীর।

এই সপ্তাহে একটু ভিন্ন কারণেই সংবাদ শিরোনাম হচ্ছেন বাবর।
ছবি: টুইটার

এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপ চাইছেন অভিযোগকারী নারী, ‘আমি ভয়ংকর বিপদে আছি। বেশ কিছুদিন ধরে আমাকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।’

এর আগে গত সপ্তাহে সংবাদ সম্মেলনে এই নারী দাবি করেন, বাবর ক্রিকেটে পরিচিতি পাওয়ার আগে দুজনের ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিউটি পারলার থেকে আয়কৃত অর্থে বাবরকে আর্থিকভাবে সাহায্য করেছেন বলেও দাবি করেছেন। ২০১০ সালে বাবর নাকি তাঁকে বলেছিলেন যে ২০১১ সালে তাঁরা কোর্টে রেজিস্ট্রেশন করে বিয়ে করবেন। ২০১২ যুব বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়ে পাদপ্রদীপে আসা বাবর এরপর তারকা হয়ে ওঠেন। এরপরই বাবর পুরোনো সম্পর্ক থেকে সরে এসেছেন এবং তাঁকে কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি বলেও দাবি করেছেন ওই নারী।