বিপিএল কাঁপানো ম্যালান এখন টি-টোয়েন্টির এক নম্বর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডেভিড ম্যালান।ছবি : এএফপি

টি-টোয়েন্টিতে ধারাবাহিক থাকা খুবই কঠিন। ইংলিশ ব্যাটসম্যান ডেভিড ম্যালান কঠিন কাজটাই সহজ করে তুলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১৬ ইনিংস ম্যালানের। ৪৮.৭১ গড়ে ৬৮২ রানের মালিক এই বাঁহাতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও আছে। সঙ্গে ৭টি ফিফটি। রানটাও করেছেন বেশ দ্রুত। ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৪৬.৬৬!

ছোট্ট ক্যারিয়ারে এমন অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। পেছনে ফেলেছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকে। আজ প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন ম্যালান।

ম্যালানের আজকের এই পর্যায়ে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। গত কয়েক বছর নিয়মিত বিপিএল খেলেছেন। গত বিপিএলে খেলেছেন কুমিল্লা ওয়ারিয়র্সে। ১১ ম্যাচ খেলে ৪৪৪ রান করেছেন তিনি। পুরো টুর্নামেন্টে একা হাতে দলকে টেনেছেন কুমিল্লা। ২০১৮-১৯ বিপিএলে খেলেছেন খুলনা টাইটানসে। ৯ ম্যাচ খেলেছেন। রান করছেন ২৪০। ২০১৬-১৭ মৌসুমে বরিশাল বুলসের জার্সিতে ৬ ম্যাচ খেলেছেন, করেছেন ১৩১ রান। বিপিএলে ভালো খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান হয়তো সব সময়ই উপমহাদেশের ভিন্ন উইকেটের চ্যালেঞ্জ উপভোগ করেন।

আইসিসি টি–টোয়েন্টি র‌্যাঙ্কিং

গত বিপিএলে দারুণ ফর্মে ছিলেন ডেভিড ম্যালান।
ছবি : বিসিবি

বিপিএলের মতো পাকিস্তান সুপার লিগেও দারুণ পারফরম্যান্স তাঁর। পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দুই মৌসুম দারুণ কেটেছে। ইংল্যান্ডের বাইরে কেপটাউনের এক ফ্র্যাঞ্চাইজি দলের হয়েও ম্যালান বইয়ে দিয়েছেন রান বন্যা। মজার ব্যাপার হলো, নিজ দেশ ইংল্যান্ডের দল মিডলসেক্সে ম্যালান আবার তেমন সফল নন।

তবে জাতীয় দলের হয়ে কী সাফল্যই না পাচ্ছেন! ম্যালান ব্যাটে নামা মানেই যেন বড় রান পেতে যাচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড দল তারকা ব্যাটসম্যানে ঠাসা, তবু টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী ব্যাটসম্যানের তালিকায় ম্যালানের নাম শীর্ষে। জস বাটলার, জেসন রয়, এউইন মরগান, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টোদের জায়গা ম্যালানের পরে।