বিপিএল রেখে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন স্মিথ

বিপিএল রেখে স্মিথ ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। ছবি: প্রথম আলো
বিপিএল রেখে স্মিথ ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। ছবি: প্রথম আলো
স্মিথের বিপিএল খেলা নিয়ে কত নাটক। অবশেষে তিনি এলেন। কিন্তু আবার তাঁকে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়। কিন্তু কেন?


স্টিভ স্মিথের বিপিএল খেলা নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে বিপিএলে এসেছেন অস্ট্রেলীয় তারকা। তাঁর নেতৃত্বে দুটি ম্যাচও খেলেছে কুমিল্লা। কিন্তু ২০১৫ চ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ, চোটে পড়ায় টুর্নামেন্ট রেখে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়।

স্মিথ ভুগছেন গলফার এলবো চোটে। ঠিক টেনিস এলবো চোটের উল্টোটা। সাবেক অস্ট্রেলীয় অধিনায়কের চোটটা কনুইয়ের ভেতরের অংশে। আজ ঠিকমতো অনুশীলনও করেননি তিনি। ব্যথাটা নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না স্মিথ। ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে দ্রুত ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানে এমআরআই করাবেন অধিনায়ক। এমআরআইয়ের ফল ভালো হলো দ্রুত ফিরে আসবেন বাংলাদেশে। কুমিল্লা ভিক্টোরিয়ানস ফ্র্যাঞ্চাইজির আশা, চিকিৎসকের সঙ্গে দেখা করে দ্রুত স্মিথ ফিরে আসবেন বিপিএলে।

কুমিল্লা মিডিয়া ম্যানেজার খান নয়ন প্রথম আলোকে বললেন, ‘ব্যথাটার কারণে সে কোনো ঝুঁকি নিতে চায় না। আজ রাত ১০টার দিকে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। ওখানে এমআরআই করাবে। এখনো পর্যন্ত যেটা জানি যত দ্রুত সম্ভব সে আবার ফিরে আসবে। এমআরআইয়ের রিপোর্ট ভালো এলে দুদিনের মধ্যেই চলে আসবে। আরও বেশি ম্যাচ খেলতে চায় বলেই সে দ্রুত চলে যাচ্ছে। ওর ইচ্ছে পুরো বিপিএলে খেলা।।’