বিরল কীর্তি দিয়ে র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে পাকিস্তানি তিন বোলার

হাসান আলী এখন টেস্টে বিশ্বের ১৪ নম্বর বোলার।ছবি: টুইটার

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বিরল এক কীর্তিতে নাম লিখিয়েছে পাকিস্তানি বোলাররা। এক ম্যাচে দলটির তিন বোলার ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন। ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ষষ্ঠবার এক ম্যাচে কোনো দলের তিন বোলার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। সেই তিন বোলার হাসান আলী, নোমান আলী ও শাহিন আফ্রিদি আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠে এসেছেন তিনজনই।

প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করা পেসার হাসান আলী ৬ ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করা বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি ৯ ধাপ এগিয়ে উঠেছেন ২২তম স্থানে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নোমান আলী ৮ ধাপ এগিয়ে উঠেছেন ৪৬তম স্থানে।  

র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরাও। একমাত্র ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরি পাওয়া ওপেনার আবিদ আলী ৩৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪০ নম্বরে। সেঞ্চুরি পাওয়া সাবেক অধিনায়ক আজহার আলী ৪ ধাপ এগিয়ে উঠেছেন ১৬তম স্থানে। ব্যাটিংয়ে এগিয়েছেন নোমান আলীও। একমাত্র ইনিংসে ৯৭ রান করা নোমান ৩৫ ধাপ এগিয়ে উঠেছেন ১১৬তম স্থানে।

ডাবল সেঞ্চুরির পর ৩৮ ধাপ এগিয়েছেন আবিদ আলী।
ছবি: টুইটার

জিম্বাবুয়ের খেলোয়াড়দের মধ্যে বলার মতো এগিয়েছেন রেজিস চাকাভা ও ব্লেসিং মুজারাবানি। ব্যাটিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠেছেন চাকাভা। বোলিংয়ে চার ধাপ এগিয়ে ৫১ নম্বরে এসেছেন মুজারাবানি।

অন্যদের পয়েন্ট কাটাছেঁড়ায় ব্যাটিংয়ে এক ধাপ এগিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার উঠে এসেছেন ২৬ নম্বরে। ব্যাটিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২১ নম্বর স্থান ধরে রেখেছেন সাবেক অধিনায়ক।
বোলিংয়ে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখলেও তাইজুল ইসলাম পিছিয়েছেন এক ধাপ। ২৫-এ নেমে গেছেন এই বাঁহাতি স্পিনার। সাকিবও এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৬-এ।

ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার—তিন বিভাগেই শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ধরে রেখেছেন শীর্ষ স্থান।

শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

শীর্ষ পাঁচ বোলার

শীর্ষ পাঁচ অলরাউন্ডার