বিরাট কোহলিরও বিকল্প আছে ভারতীয় দলে

নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে কাল শুরু প্রথম টেস্টে বিশ্রামে আছেন বিরাট কোহলিছবি: এএফপি

বিরাট কোহলি বিশ্রামে। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল কানপুরে শুরু সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানে কানপুর টেস্টে পাচ্ছেন না রোহিত শর্মা, ওপেনার লোকেশ রাহুল ও ঋষভ পন্তকেও। কিন্তু এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই রাহানের। তাঁর বিশ্বাস, কোহলি-রাহুল-রোহিত-পন্তদের বিকল্প ভারতের টেস্ট দলে আছে।

কানপুর টেস্টে ভারতের নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে
ছবি: টুইটার

কানপুর টেস্টে অভিজ্ঞ খেলোয়াড়েরা না থাকায় নিজেদের প্রমাণ করার ভালো একটা সুযোগ তরুণেরা পাচ্ছেন বলেও মনে করেন রাহানে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ রাহানে বলেছেন, ‘দেখুন, এটা (কোহলি, পন্ত ও রাহুলের না থাকা) আমাদের জন্য বড় এক ধাক্কা। রাহুল দুই ম্যাচেই থাকবেন না। কিন্তু ওপেনিং নিয়ে উদ্বেগের কিছু নেই।’

কোহলির না থাকার প্রসঙ্গ এলে রাহানে বলেছেন, ‘আমি প্রথমেই বলব, বিরাট কোহলি, ঋষভ পন্ত ও রোহিত শর্মার অভাব বোধ করব আমরা। তবে এটা তরুণদের জন্য এগিয়ে আসার ভালো সুযোগ। যে-ই দলে থাকুক, স্বাধীনভাবে খেলতে পারবে সে। আমাদের দলটাই এ রকম যে একে অন্যের বিকল্প হওয়ার সামর্থ্য আছে।’

কানপুর টেস্টে খেলছেন না রোহিত শর্মা
ছবি: বিসিসিআই

কানপুর টেস্টের ভারত দলে সেই বিকল্প খেলোয়াড়দের মধ্যে আছেন মায়াঙ্ক আগরওয়াল, শ্রীকর ভারত, শ্রেয়াস আইয়াররা। কর্ণাটকের ওপেনার মায়াঙ্ক ভারতের হয়ে এখন পর্যন্ত ১৪টি টেস্ট খেলেছেন। ৪৫.৭৩ গড়ে করেছেন ১০৫২ রান। তিনটি শতকের পাশাপাশি আছে চারটি অর্ধশতক। উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীকর আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। আর টপ অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের অপেক্ষা ভারতের হয়ে প্রথম টেস্ট খেলার।

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লোকেশ রাহুল
ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। কানপুরের পর মুম্বাইয়ে দ্বিতীয় টেস্ট হবে ৩ ডিসেম্বর। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। সেখানে তারা তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে। রাহানেকে প্রশ্ন করা হয়েছিল এটা নিয়েও। রাহানে এর উত্তরে বলেছেন, ‘এখানকার কন্ডিশন আর দক্ষিণ আফ্রিকার কন্ডিশন এক নয়। আপাতত আমরা এ সিরিজ (নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট) নিয়েই ভাবছি।’