বিশ্বকাপ মাথায় রেখে বদলাচ্ছে প্রিমিয়ার লিগ

গত মৌসুমে করোনার আগে প্রিমিয়ার লিগে দারুণ সেঞ্চুরি করেন মুশফিক।ছবি: প্রথম আলো

প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ হতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। গত মার্চে করোনার কারণে এক রাউন্ডের ৬টি ম্যাচ হয়ে স্থগিত হয় প্রিমিয়ার লিগ। সেই ম্যাচগুলোকে বাতিল ঘোষণা করে গতবারের লিগটিই (২০১৯-২০ মৌসুম) আবার নতুন করে শুরু হচ্ছে। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্টটি এবার হবে টি-টোয়েন্টি সংস্করণে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর থেকে ফেরার পর ৬ মে শুরু হবে প্রিমিয়ার লিগ। প্রথম পর্ব চলবে ১১ মে পর্যন্ত। এরপর ঈদের ছুটি ও ঘরের মাঠে শ্রীলঙ্কা সফর শেষে শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। ৩১ মে দ্বিতীয় পর্ব শুরু হয়ে চলবে ১৪ জুন পর্যন্ত। খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপির দুই মাঠে।

আজ ক্লাব ও সিসিডিএমের বৈঠক শেষে সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ এ ব্যাপারে বলেছেন, ‘আমাদের যে সময়টা আছে, তাতে আমরা টি-টোয়েন্টিই রাখতে পারছি। সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এই টুর্নামেন্টটা জাতীয় দলের ক্রিকেটারদের জন্যও ভালো হবে। এ ছাড়া জাতীয় দলের বাইরের অনেক ক্রিকেটারও টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবেন, যাঁরা কখনোই সে সুযোগ পান না।’

সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ (ডানে)।
ছবি: প্রথম আলো

করোনার কারণে ক্লাবগুলোর আর্থিক অবস্থার কথা মাথায় রেখে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমতে পারে।

সিসিডিএম প্রধান এ ব্যাপারে বলেছেন, ‘খেলোয়াড়দের বিভিন্ন শ্রেণি থাকে। কারও ৫ লাখ থাকে, কারও ৬ লাখ বা কারও ১০ বা ১৫ লাখ থাকে। আমাদের প্রস্তাব ছিল, যে খেলোয়াড়দের পারিশ্রমিক ৫ লাখের নিচে, তাঁদের পারিশ্রমিক কমানো হবে না। আমি এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত দিতে পারব না। ক্লাবগুলোর সঙ্গে আবার বসতে হবে, কোয়াবের (ক্রিকেটারদের সংগঠন) সঙ্গে আলোচনা শেষে বোর্ডের সঙ্গে আবারও বসতে হবে।’

তামিমরা শ্রীলঙ্কা থেকে ফেরার পর শুরু হবে প্রিমিয়ার লিগ।
ছবি: প্রথম আলো

এই বছরের শেষের দিকে আবার ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা আছে সিসিডিএমের। এবার মে-জুনে যে প্রিমিয়ার লিগ হবে, সেটি তো গত বছরের স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ। ২০২১ সালের প্রিমিয়ার লিগের জন্য অক্টোবর-নভেম্বরের সময়টা বিবেচনা করা হচ্ছে। ক্লাব ও সিসিডিএমের বৈঠকে এ ব্যাপারে আলোচনাও হয়েছে।

এ ছাড়া এবার অন্য কোনো টুর্নামেন্ট আয়োজন করছে না সিসিডিএম। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ টুর্নামেন্টের খেলাগুলো এ বছর হওয়ার সম্ভাবনা নেই।