বিশ্বস্ত বন্ধু হারানোর কষ্ট গিলক্রিস্ট-বেভানদের

বন্ধুদের আড্ডার মধ্যমণি ছিলেন সাইমন্ডস (ডানে)ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

অ্যান্ড্রু সাইমন্ডস মানুষটাই ছিলেন এমন-হাসিখুশি, প্রাণোচ্ছল।

সেই প্রাণোচ্ছল মানুষ হঠাৎ নীরব হয়ে গেলেন প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। যে মানুষটা কিছুদিন আগেও বন্ধুদের আড্ডার মধ্যমণি হয়ে থাকতেন, আসর মাতিয়ে রাখতেন - আজ সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে পাড়ি জমিয়েছেন অসীমের পানে। কীভাবে মানা যায় এমন সংবাদ?

মানতে পারছেন না অস্ট্রেলিয়া দলে সাইমন্ডসের সাবেক সতীর্থরাও। যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাইমন্ডস জিতেছিলেন ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ। অ্যাডাম গিলক্রিস্টই যেমন, পরম বন্ধু হারানোর বেদনায় পুড়ছেন এই সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘ঘটনাটা আসলেই অনেক কষ্ট দিচ্ছে। নিজের ওই বন্ধুটির কথা ভাবুন যে কিনা আপনাকে অনেক ভালোবাসে, অনেক মজা করতে পারে, আপনার সঙ্গেই থাকে আজীবন, আপনার জন্য সবকিছু করতে পারে।’

আরও পড়ুন

খবর শুনে বিধ্বস্ত সাইমন্ডসের আরেক সতীর্থ জেসন গিলেস্পিও, ‘ঘুম থেকে উঠেই জঘন্য সংবাদ। বিধ্বস্ত হয়ে গিয়েছি। আমরা সবাই তোমাকে অনেক মিস করব বন্ধু।'

সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক সাইমন্ডসের দুর্দান্ত এক ইনিংসের ক্লিপ শেয়ার দিয়ে হৃদয় ভাঙার ইমোজি পোস্ট করে বুঝিয়েছেন, মন ভেঙে গেছে তাঁরও। একই অবস্থা মাইকেল বেভানেরও, 'হৃদয় ভেঙে দেওয়ার মতো। অস্ট্রেলিয়ার ক্রিকেট আরও একজন নায়ককে হারাল। ২০০৩ বিশ্বকাপের সতীর্থ। দুর্দান্ত এক প্রতিভা। শান্তিতে থেকো, সিমো!'

অস্টড়েলিয়ার অনেক গৌরবময় মুহূর্তের সাক্ষী সাইমন্ডস
ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

ডেমিয়েন ফ্লেমিংয়েরও একই অবস্থা। হাসিখুশি সাইমন্ডসকেই এখন মনে পড়ছে তাঁর, 'খবরটা খুবই দুঃখের। রয় আশেপাশে থাকলে আনন্দে সময় কাটত। সাইমন্ডসের পরিবারের প্রতি সমবেদনা।'

প্রিয় বন্ধুর পারলৌকিক শান্তি কামন করেছেন ডেভিড হাসিও, 'শান্তিতে থেকো, রয়!'