বেরসিক বৃষ্টিতে প্রথম দিনে জমেনি শ্রীলঙ্কার প্রস্তুতি

বৃষ্টি নামায় ইনডোরে অনুশীলন সেরে ফিরছেন চান্দিমালছবি: প্রথম আলো

ইনডোর থেকে ব্যাটিং অনুশীলন শেষে ছাতা মাথায় ফিরছিলেন দিমুথ করুনারত্নে। দল আগেই এলেও গতকালই বাংলাদেশে এসে পৌঁছেছেন করুনারত্নে। আজ বিকেএসপির প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুকিদুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে শ্রীলঙ্কা অধিনায়ক ১৮ বল খেলে করেছেন ২ রান।

শুধু করুনারত্নে নন, প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা সেভাবে হলো না কোনো শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরই। বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে যে বোলিং হয়েছে মাত্র ৮.৩ ওভার। ১ উইকেটে ১৪ রান করেছে শ্রীলঙ্কা।

করুনারত্নের মতো ইনডোরে গিয়ে ব্যাটিং করেন দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুসরাও। সঙ্গে ছিলেন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। শ্রীলঙ্কা যে ‘ট্রায়াল বাই স্পিন’ ধরনের কিছুই আশা করছে সিরিজে, হয়তো সেটিরই ইঙ্গিত মিলল তাতে।

দুই টেস্টের সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি শ্রীলঙ্কার খেলার কথা ছিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। কিন্তু সে মাঠ প্রস্তুতির জন্য ‘আদর্শ’ হবে না, এমন ভেবে ম্যাচটি বিকেএসপিতে খেলতে চেয়েছে তারা। তবে আবহাওয়া অন্তত প্রথম দিন তাদের সে চাওয়ায় জল ঢালল ভালোভাবেই।

করুনারত্নেকে তুলে নেন মুকিদুল
ছবি: প্রথম আলো

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার হয়ে করুনারত্নের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন আসিথা ফার্নান্ডো। ষষ্ঠ ওভারে ফেরেন করুনারত্নে। তিনে নামা কুশল মেন্ডিস একটা চার মেরেছিলেন, তবে আকাশ কালো হওয়া আগে থেকেই। সতর্কতা হিসেবে আম্পায়াররা খেলা বন্ধ করেন আগেভাগেই। একটু পরই নামে বৃষ্টি।

বৃষ্টি মাঝে থেমেছিল একবার, মাঠ পরিচর্যায় নামতেও দেখা গিয়েছিল মাঠকর্মীদের। তবে ফিরে আসা বৃষ্টিতে খেলা শুরু করা যায়নি আর। আগেভাগেই মধ্যাহ্নবিরতি ডাকা আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত করেন বেলা আড়াইটার দিকে।

এমনিতে শ্রীলঙ্কার প্রস্তুতি ছাড়াও এ ম্যাচে নজর ছিল বিসিবি একাদশের আবু জায়েদ চৌধুরী, মোসাদ্দেক হোসেন, এনামুল হকদের ওপর। সম্প্রতি টেস্ট দল থেকে বাদ পড়া আবু জায়েদ সংবাদমাধ্যমে কথা বলে এসেছেন আলোচনায়। ২০১৯ সালে সর্বশেষ টেস্ট খেলা মোসাদ্দেক ফিরেছেন এ সংস্করণে। আর এনামুল সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে কাটিয়েছেন স্বপ্নের মতো এক মৌসুম।

বৃষ্টি অবশ্য দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে সেভাবে নজর ফেলতে দেয়নি তাঁদের ওপরও। আবু জায়েদ ৪ ওভারে ১ মেডেনসহ দিয়েছেন ৮ রান, উইকেট পাননি। প্রথম দিন ফিল্ডিং করতেই নামেননি মোসাদ্দেক। উইকেটকিপিং করা এনামুল অবশ্য নিয়েছেন করুনারত্নের ক্যাচটি।

প্রথম দিনে উইকেট পাননি আবু জায়েদ
ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশ টেস্টের আগে এমন কোনো ম্যাচ খেলবে না। আগেই চট্টগ্রামে পৌঁছে অনুশীলন শুরু করেছে মুমিনুল হকের দল। সেখানে ১৫ মে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন এ সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ২৩ মে।