বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা শেষ হাসনাইনের

হাসনাইনের অ্যাকশন এখন বৈধছবি: টুইটার

খুব বেশি দিন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হলো না মোহাম্মদ হাসনাইনকে।

পাকিস্তানি ফাস্ট বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন প্রথম উঠেছিল এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে গিয়ে। সেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা না দিয়ে দেশে ফিরেছিলেন। বোলিং পরীক্ষার আগেই পাকিস্তান সুপার লিগে ম্যাচ খেলেছেন কয়েকটি। এরপরই পরীক্ষায় সমস্যা ধরা পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয় তাঁর। পাঁচ মাস পরই অবশ্য মুক্তি পেয়েছেন হাসনাইন। বোলিং অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর বোলিংয়ে বাধা নেই পাকিস্তানি ফাস্ট বোলারের।

এবার বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে অভিষেকে হাসনাইনের প্রথম ওভার ছিল মেডেন, এর মধ্যে ৪ বলে ৩ উইকেটও তুলে নিয়েছিলেন। ৫ ম্যাচে তিনি ৭ উইকেট পেলেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়ায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা ছিল হাসনাইনের, কিন্তু পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশে ফেরায় লাহোরে তাঁর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর আগেই পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিন ম্যাচ খেলে ফেলেন হাসনাইন।

লাহোরের পরীক্ষায় হাসনাইনের প্রতি ১১ বলের ১০টিতেই সমস্যা পাওয়া গিয়েছিল। বোলিং অ্যাকশনে সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাহুর সম্প্রসারণ মেনে নেওয়া হয়, কিন্তু হাসনাইনের ১০টি বলের ক্ষেত্রেই এটা ১৭ থেকে ২৪ ডিগ্রি পাওয়া যায়।

পাকিস্তান ক্রিকেটে সাড়া ফেলেছিলেন হাসনাইন
ফাইল ছবি: এএফপি

বোলিং অ্যাকশন শুধরে নতুন করে পরীক্ষা দিয়ে সুখবর পেয়েছেন এই পেসার। তিন ওভার বল করেছেন। তাতে তাঁর সম্প্রসারণ ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ছিল।
হাসনাইনের নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই ছিল। চাইলে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারতেন এই পেসার। কিন্তু সম্ভাবনাময় এই পেসারের ক্যারিয়ার নিষ্কণ্টক করার জন্য তাঁর পুনর্বাসনে সর্বোচ্চ মনোযোগ দেয় পিসিবি। অ্যাকশন শোধরানোর জন্য লাহোরের হাই পারফরম্যান্স কোচ উমর রশীদের সঙ্গে কাজ করেছেন হাসনাইন।

গত ২১ জানুয়ারি পরীক্ষায় দেখা গেছে, বল সুইং করার জন্য হাসনাইন যখন হাত ঘোরাচ্ছিলেন, তখন হাতে ঝাঁকুনি সৃষ্টি হচ্ছিল। জোরে বল করতে গেলে তাঁর পা মাটিতে পড়ার সময় নিয়ন্ত্রণে থাকত না, এর ফলে শরীরের ভারসাম্য নষ্ট হতো। বর্তমান অ্যাকশনে খুব বেশি পরিবর্তন আনা না হলেও কবজি, হাত ঘোরানো এবং পা ফেলার ব্যাপারগুলোতে একটু পরিবর্তন আনা হয়েছে। কোচ রশীদের অধীনে ৫০০০–এর বেশি বল করে নতুন অ্যাকশন আয়ত্তে এনেছেন হাসনাইন।

২০১৯ বিশ্বকাপের আগে আবির্ভাব হলেও পাকিস্তান দলে সেভাবে থিতু হতে পারেননি হাসনাইন। নিয়মিত ঘণ্টায় ৯০ মাইল বেগে বল করতে পারেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য হাল ছাড়েনি। শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যাটট্রিক করা হাসনাইনকে আন্তর্জাতিক ক্রিকেটে আবার দেখতে অবশ্য অপেক্ষা করতে হচ্ছে। যদিও এর আগেই আন্তর্জাতিক পর্যায়ে অন্যভাবে তাঁর দেখা মিলতে পারে। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডের দল ওভাল ইনভিন্সিবল আজই ওয়াইল্ড কার্ডে তাঁকে দলে টেনেছে।