বোলিংয়েই এগিয়ে বরিশাল–কুমিল্লা

চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল।

সাকিবের ফরচুন বরিশালের বোলিং শক্তিমত্তা দেখিয়েছেছবি: প্রথম আলো

‘ব্যাটিং ম্যাচ জেতাতে পারে। কিন্তু টুর্নামেন্ট জেতায় বোলিং’—গত পরশু কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে কথাটা বলেছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। বিপিএলের পয়েন্ট তালিকার দিকে তাকালে আরও স্পষ্ট হবে বিষয়টা। এবারের বিপিএলে ছন্দহীন ব্যাটিং যে দলগুলোর, তার একটি সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ছয় ম্যাচে একবারও বরিশালের রান দেড় শ পার হয়নি। অথচ চার জয়ে ৮ পয়েন্টের মালিক বরিশাল ঠিকই বিপিএল পয়েন্ট তালিকার শীর্ষে! সাকিব-মুজিবে গড়া বোলিং আক্রমণ বুঝতেই দিচ্ছে না তাদের ব্যাটিং দুর্বলতা।

ছন্দে ফিরছে মাহমুদউল্লা–মাশরাফিদের ঢাকা
ছবি: প্রথম আলো

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দলই বোলিংয়ে বেশ ধারাবাহিক। বরিশালের পরই আছে কুমিল্লা। চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে মোস্তাফিজুর রহমানের দল। মোস্তাফিজ বাদ দিন; নাহিদুল ইসলাম, তানভির ইসলাম ও শহিদুল ইসলামের বিপক্ষেই এখন পর্যন্ত কেউ টি-টোয়েন্টির দাবি মিটিয়ে রান তুলতে পারেনি। উল্টো উইকেট দিয়ে এসেছে। দলের সঙ্গে যোগ দিলেও পিঠের চোটের কারণে এখনো খেলা হয়নি ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইনের। গতকাল ঢাকায় এসেছেন দলটির আরেক বিদেশি মঈন আলী। দুজনকেই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাতের খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দেখা যেতে পারে।

কুমিল্লায় আছেন মোস্তাফিজুর রহমান
ছবি: প্রথম আলো

দেরিতে হলেও ছন্দে ফিরেছে মাহমুদউল্লাহর ঢাকা। যতই সময় যাচ্ছে, অভিজ্ঞতায় ঠাসা দলটি ততই ভয়ংকর রূপ ধারণ করছে। ছয় ম্যাচে তিন জয়ে এখন ঢাকা পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে। শুরুতে তামিম ইকবাল ও পরে মাহমুদউল্লাহ—দুই অভিজ্ঞ ব্যাটসম্যান এরই মধ্যে দেখিয়েছেন তাঁদের বিধ্বংসী চেহারা। মাশরাফি বিন মুর্তজা, আন্দ্রে রাসেল, রুবেল হোসেন ও ইবাদত হোসেন ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন। কিন্তু দরকার ছিল একজন কার্যকর স্পিনারের। আফগান লেগ স্পিনার কায়েস আহমেদ আসায় সেই শূন্যতা পূরণ হয়েছে। তবে এখন পর্যন্ত রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে পড়তে হয়নি কোনো দলকেই। কে জানে, হয়তো টুর্নামেন্টের শেষাংশের জন্য সেরা ব্যাটিংটা জমিয়ে রেখেছেন এই জ্যামাইকান।

Shamsul Haque Tanku

চট্টগ্রাম পর্বের শেষ দুই ম্যাচে হেরে পথহারা মনে হচ্ছে পয়েন্ট তালিকার চারে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। তবে ঢাকা পর্বে দারুণ শুরুর সুবাদে ৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষ চারেই আছে দলটি। দলের ব্যাটিংটা টানছেন দুই বিদেশি উইল জ্যাকস ও বেনি হাওয়েল। স্থানীয়দের মধ্যে ধারাবাহিক রান পাচ্ছেন শুধু আফিফ হোসেন। তবু চট্টগ্রামকে টুর্নামেন্টে রেখেছে নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম ও রেজাউর রহমানদের বোলিং। নাসুম, মিরাজ ও শরীফুল ৯টি করে উইকেট নিয়ে শীর্ষ বোলারদের তালিকায় আছেন ওপরের দিকেই।

চট্টগ্রামের অবস্থান ৬ দলের মধ্যে চতুর্থ
ছবি: প্রথম আলো

পয়েন্ট তালিকায় পাঁচে আছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। দলে অলরাউন্ডারদের দারুণ সমন্বয় থাকার পরও এখনো ধারাবাহিকভাবে সাফল্য পায়নি তারা। আন্দ্রে ফ্লেচার ছাড়া টপ অর্ডার থেকে কেউই রান পাচ্ছেন না। প্রতি ম্যাচেই মুশফিক ও ইয়াসির আলী চাপের মুখে জুটি গড়ে দলের মান রক্ষা করছেন। খুলনার বোলাররাও এখনো তাঁদের সেরাটা দেখাতে পারেননি। ১০ উইকেট নিয়ে কামরুল ইসলাম সেরা উইকেট শিকারির তালিকায় আছেন তৃতীয়তে, কিন্তু তিনি ওভারপ্রতি রান দিচ্ছেন ১০ করে। তবে খুলনার বড় হতাশার নাম মেহেদী হাসান। এখন পর্যন্ত ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি জাতীয় দলের এই অলরাউন্ডার।

মুশফিকের খুলনাও ভালো করছে না
ছবি: প্রথম আলো

চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পাওয়া সিলেট সানরাইজার্সের হতাশা অন্যদের তুলনায় স্বাভাবিকভাবেই বেশি। এনামুল হক ও লেন্ডন সিমন্স ছাড়া কেউই রান করছেন না। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম চোটে পড়ার আগে দলকে এক ম্যাচ জিতিয়েছেন। বাকি বোলাররা রান দিচ্ছেন উদার হস্তে। তবে আরও ছয়টি ম্যাচ হাতে থাকা ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে সিলেটের। আজ মিরপুরে দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ভালো কিছুর আশায় থাকবেন সিলেট-সমর্থকেরা।

আজ শুরু দুই দিনের ঢাকা পর্ব শেষে তিন দিনের জন্য বিপিএল যাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিলেট পর্বের ছয়টি ম্যাচ শেষে বিপিএলের শেষাংশে যোগ হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।