‘ব্যাকফুটে’ আছেন লিটন

Shamsul Haque Tanku

করোনায় বন্দী জীবনটা নিয়ে ভীষণ বিরক্তই ছিলেন লিটন দাস! নিজের হতাশা না লুকিয়ে একবার বলছিলেন, ‘বোধ হয় পাগল হয়ে যাচ্ছি!’ সেই অবরুদ্ধ জীবন পেরিয়ে অবশেষে খোলা আকাশের নিচে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ মাঠে অনুশীলনে ফিরেছেন লিটন। এখন তাঁর ভালো লাগারই কথা। তা ভালো লাগছেও। তবে লম্বা বিরতিতে মাঠে ফিরে লিটন অকপটে স্বীকার করে নিচ্ছেন, তিনি ‘ব্যাকফুটে’ আছেন।

যেখানে থেমেছিলেন, শুরু করতে চান সেখান থেকেই।
ছবি: প্রথম আলো

লিটন অবশ্য সতীর্থদের তুলনায় একটু দেরিতে ফিরেছেন ক্রিকেটারদের অনুশীলনে। মাঠে ফিরতে পেরে ২৫ বছর বয়সী ওপেনারের মুখে স্বস্তির আভা, ‘মিরপুরে ফিরতে ফেরে অনেক ভালো লাগছে। অনেক দিন পর ব্যাটিং করতে পারছি। এটা অনেক স্বস্তি দিচ্ছে । সামনে ক্রিকেট আছে। চেষ্টা করব সামনে যে সিরিজটা আছে সেটি সামনে রেখে এখান থেকে প্রস্তুতি নিয়ে যেন ভালো কিছু করতে পারি। এত দিন পর মাঠে এসে সবার সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে। যাদের সঙ্গে খেলি তাদের কাছে পাচ্ছি, কথাবার্তা হচ্ছে। এটা অনেক ভালো লাগছে।’

মাঠে ফেরার আগে সময়টা যে সহজ ছিল না, অনুশীলনে ফিরে সেটি প্রায় সব ক্রিকেটারই বলেছেন। লিটনও সতীর্থদের কথার সঙ্গে তাল মিলিয়ে বলছেন ঘরবন্দী জীবনের কষ্টের কথা, ‘নিয়মিত খেলছিলাম। হঠাৎ একটা বিরতি পড়ে গেছে। বাসায় যা করা যায়, মাঠে তো একটা পার্থক্য থাকেই। এদিক দিয়ে একটু কষ্ট লেগেছে। অনেক দিন মাঠে যেতে পারছি না, খেলতে পারছি না।’ লিটন অবশ্য সময়টা কাজে লাগিয়েছেন নিজের ব্যাটিংয়ের পুরোনো ভিডিও দেখে, ‘ওই সময় আমি আমার আগে ব্যাটিং দেখেছি যে কোথায় কোথায় উন্নতি করা যায়। কোচদের সঙ্গেও কথা বলেছি, কী করলে কোথায় উন্নতি করা যায়। কিছু ড্রিলও করেছি বাসায়।’

‘বিরতির কারণে হয়তো-বা আমি ব্যাকফুটে আছি। শুধু আমি নয়, বোলার বলুন কিংবা ব্যাটসম্যান, যারা একাদশে থাকবে সবাই ব্যাকফুটেই থাকবে। অনেক দিনের একটা বিরতি পড়েছে।’
লিটন দাস

যতই ফিটনেসের কাজ করুন, ড্রিল কিংবা কোচদের সঙ্গে কথা বলুন, করোনার বিরতিটা যে অনেক ক্ষতি করেছে, সেটি অকপটেই বলছেন বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান, ‘বিরতির কারণে হয়তো-বা আমি ব্যাকফুটে আছি। শুধু আমি নয়, বোলার বলুন কিংবা ব্যাটসম্যান, যারা একাদশে থাকবে সবাই ব্যাকফুটেই থাকবে। অনেক দিনের একটা বিরতি পড়েছে।’ তবে লিটন আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছেন সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ থেকেই। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা তাঁর কেটেছিল স্বপ্নের মতো। পেয়েছিলেন দুর্দান্ত দুটি সেঞ্চুরি।

বিরতি একটা পড়েছে ঠিকই, তবে জিম্বাবুয়ে সিরিজের ছন্দটা ধরে রাখতে লিটন যথেষ্ট আত্মবিশ্বাসী, ‘আগে যে সিরিজটা খেলেছি সেখান থেকে আত্মবিশ্বাস নেওয়ার চেষ্টা করছি। তবে অতি আত্মবিশ্বাসী নই। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, আউট হওয়ার জন্য একটা বলই যথেষ্ট। প্রতিটি বলই তাই মনযোগ দিয়ে খেলতে হয়। আগের সিরিজটা যে মনযোগ দিয়ে শেষ করেছি সেটা যেন মাঠে আবার ফিরিয়ে আনতে পারি। আমার মনে হয় মনোযোগ ও নিজের চ্যালেঞ্জটা যদি আবার নিতে পারি যে আমাকে ভালো কিছু করতে হবে তাহলে সম্ভব ভালো কিছু করা।’