‘ব্যাগ গুছিয়ে বাড়ি যাও’

মাঠেও চলে দুজনের কথার লড়াই।
ছবি: টুইটার

আইপিএল ইতিহাসের সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। এ দুই দলের ম্যাচ মানেই বিশেষ কিছু। গত আইপিএলে চেন্নাইকে ফাইনালে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। ওদিকে তিনবার শিরোপা জেতা চেন্নাই প্রতি আইপিএলেই খেলেছে শেষ চারে।

মাঠের জমজমাট লড়াই তো আছেই। মাঠের বাইরেও দুই দলের দ্বৈরথ টুর্নামেন্টের জন্মলগ্ন থেকেই। দুই দলের ক্রিকেটাররাও সুযোগ পেলে একে ওপরকে খোঁচা দিয়ে কথা বলতে ছাড় দেয় না। চেন্নাইয়ের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও মুম্বাইয়ের অলরাউন্ডার কাইরন পোলার্ড প্রতি আইপিএলেই একজন আরেকজনকে খোঁচা দিয়ে খবরের শিরোনামে আসেন।

তেমনই এক স্মৃতি স্মরণ করতে গিয়ে ২০১৩ আইপিএলের গল্প শোনালেন ব্রাভো। চোটে পড়ে আইপিএল থেকে ছিটকে পড়েন এই ক্যারিবীয় তারকা। ব্রাভোর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে পোলার্ড হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, ‘পোলার্ড আমাকে মেসেজে বলেছিলেন, “ব্যাগ গুছাও। তোমাকে বাড়ি যেতে হবে।” আমি এরপর বলেছিলাম, “ঠিক আছে, সমস্যা নেই।” এরপর চেন্নাই ঠিকই শেষ চারে যায় এবং প্লে অফে মুম্বাইকে খেলে। এখন কে বাড়ি যাবে পোলার্ড? এরপর আমিই তাঁকে বিদায় দিই।’

এবারও চোটে পড়ে আইপিএল শেষ ব্রাভোর। চেন্নাইয়ের অবস্থাও খুব ভালো না। এবার কেমন জানি পথ হারা তিনবারের চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচ খেলে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে চেন্নাই। তবে শেষ চারে জায়গা করে নেওয়ার সুযোগ এখনো আছে চেন্নাইয়ের। শেষ চার ম্যাচে চারটিতেই জিততে হবে তাদের। কঠিন হলেও অসম্ভব নয়। আর ধোনি চমক দেখিয়ে এসেছে পুরো ক্যারিয়ার জুড়েই। দলটা ধোনির বলেই ক্রিকেট বিশেষজ্ঞরা এখনো চেন্নাইকে শেষ চারের দৌড় থেকে বাতিল করেনি।

আজ টানা চার জয়ের মিশনে খেলতে নামা চেন্নাইয়ের প্রতিপক্ষ সেই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই। মুম্বাইসহ বেঙ্গালুরু, কলকাতা ও পাঞ্জাবকে টানা হারাতে হবে তাদের। এই চার ম্যাচে জয় পেলে ১৪ পয়েন্ট নিয়ে সহজেই শেষ চারের টিকিট পাবে চেন্নাই। আজ আত্মবিশ্বাস নিয়েও খেলতে নামবে ধোনি বাহিনী। এবারের আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাইকে হারায় চেন্নাই। বেশ দাপট দেখিয়েই রোহিতদের ২ পয়েন্ট ছিনিয়ে নেয় ধোনিরা। এরপর থেকে অবশ্য গল্পটা ভিন্ন। রোহিতরা ১২ পয়েন্ট নিয়ে আইপিএলের শেষ চার নিশ্চিতের খুব কাছে। আজ ধোনিদের হারালেই শেষ চার প্রায় নিশ্চিত হবে মুম্বাইয়ের। চেন্নাইও চাইবে একই নিজেদের নির্বিষ পারফরম্যান্সের খোলস থেকে বেরিয়ে আসতে। কে জানে, হয়তো মুম্বাইয়ের বিপক্ষেই নিজেদের সেরা ফর্ম খুঁজে পাবেন ধোনিরা।