‘ব্রিসবেনে ভারতের জেতার সম্ভাবনা যথেষ্ট’

ব্রিসবেনে ভারত খেলছে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে।ছবি: এএফপি

বড় সমস্যাতেই পড়ে গিয়েছিল ভারত। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ–নির্ধারণী টেস্টের আগে খেলোয়াড়দের চোটের মিছিল এমন অবস্থা তৈরি করেছিল যে একটা শক্তিশালী একাদশ গঠন করা কঠিন হয়ে পড়েছিল ভারতীয় দলের জন্য। চোট সমস্যাকে বাস্তবতা ধরে নিয়েই নতুন ও অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ব্রিসবেনে খেলতে নেমেছে অজিঙ্কা রাহানের দল। অভিজ্ঞতায় পিছিয়ে পড়া এ দল নিয়ে কেমন করতে পারে ভারত? সাবেক অস্ট্রেলীয় গতি তারকা ব্রেট লির কথা শুনলে উৎসাহিত বোধ করতে পারেন ভারতীয় সমর্থকেরা। লির মতে, ব্রিসবেনে জেতার ভালো সুযোগ ও সম্ভাবনা রয়েছে ভারতের এই দলের।

ব্রিসবেনে নিঃসন্দেহে অভিজ্ঞদের যথেষ্ট মিস করবে ভারতীয় দল। ঐতিহাসিকভাবে ব্রিসবেনের উইকেট ফাস্ট বোলিংকে সহায়তা করে। কিন্তু ভারত এই টেস্ট মাঠে নেমেছে একেবারে আনকোরা গতি আক্রমণ নিয়ে। মোহাম্মদ শামি সিরিজের প্রথম টেস্টের পরই ছিটকে গেছেন চোটে পড়ে। এরপর চোটে পড়েছে উমেশ যাদব। সবশেষ সিডনিতে তৃতীয় টেস্টের পর চোটে পড়েছেন যশপ্রীত বুমরা। অভিজ্ঞ ও পরীক্ষিতদের জায়গায় খেলছেন মোহাম্মদ সিরাজ, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর ও টি নটরাজন। এঁদের মধ্যে সবচেয়ে ‘অভিজ্ঞ’ সিরাজ খেলেছেন দুটি টেস্ট।

ব্রেট লি ব্রিসবেনে ভারতের জয়ের যথেষ্ট সম্ভাবনা দেখেন।
ফাইল ছবি, এএফপি

নটরাজনের ব্রিসবেনেই হচ্ছে অভিষেক। বাকি দুজন খেলেছেন সবে একটি করে টেস্ট। ফাস্ট বোলারদের কথা বাদ দিন। সিরিজে বাঁহাতি স্পিন দিয়ে দারুণ করা রবীন্দ্র জাদেজাও নেই। অফ ব্রেকে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের নাকাল করা রবিচন্দ্রন অশ্বিনও নেই। বিরাট কোহলি তো অ্যাডিলেডের দিনরাতের টেস্টের পর থেকেই নেই। প্রথম সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতেই নেই তিনি। সিডনি টেস্টের দুর্দান্ত হনুমা বিহারিও ছিটকে গেছে ব্রিসবেন টেস্টের আগেই।

লি স্বীকার করছেন ব্রিসবেনে অভিজ্ঞদের অভাব অনুভব করবে ভারত। বিশেষ করে ফাস্ট বোলিংয়ে। শামি আর উমেশ নেই, ব্রিসবেনে যদি ভারত তাদের মিস না করে তো আর কোথায় করবে! কিন্তু তিনি মনে করেন, এর মানে এই নয় যে সিরিজের শেষ টেস্টে উড়ে যাবে ভারত। বরং তাদের জয়ের যথেষ্ট সম্ভাবনা আছে। ম্যাচ হারা ঠেকিয়ে দেওয়ার তো সুযোগ আছেই, যদিও ব্রিসবেনে ভারত জিতলে সেটা হবে বড় ঘটনাই, ‘আমি মনে করি না ব্রিসবেনে ভারত জিতলে সেটি অলৌকিক কোনো ঘটনা হবে। তবে বড় ঘটনা হবে, এটা ঠিক। আমি তো ভারতের জেতার যথেষ্ট সম্ভাবনা দেখি। একটা বিষয়ই এই টেস্টে ভারতের জন্য দুর্বলতার জায়গা। সেটি হচ্ছে অভিজ্ঞতা। বিকল্প এ মুহূর্তে দলটিতে নেই বললেই চলে। তাদের দুজন খুবই গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার নেই। দু–একজন ভালো ব্যাটসম্যানকেও চোট ছিটকে দিয়েছে।’

এ মুহূর্তে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরাও খুব ভালো ফর্মে নেই। এই টেস্টে কাঁধের চোটে পড়ে ছিটকে গেছে সিডনিতে অভিষিক্ত উইল পুকোভস্কি। ডেভিড ওয়ার্নারও চোটের কারণে নিজের ছায়া। গোটা দলটাই স্টিভ স্মিথের ওপর নির্ভরশীল। এই ব্যাপারগুলো দেখেই ব্রিসবেনে ভারতের সম্ভাবনা দেখছেন লি, ‘অস্ট্রেলীয় দলে অনেক সমস্যা। এসব দেখে মনে হয় ভারত ব্রিসবেনে খুব ভালোভাবেই অস্ট্রেলীয় দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। সেটা করতে পারলে ভারতের জেতার সুযোগ আছে।’