ব্রিসবেনের ঐতিহাসিক জয়ে ছিলেন রাহুল দ্রাবিড়ও

ভারতীয় ক্রিকেটের শক্তিশালী ভিত গড়ে দিচ্ছেন রাহুল দ্রাবিড়।
ছবি: এএফপি

ব্রিসবেনে রাহুল দ্রাবিড়ের থাকার কোনো কারণ নেই। তিনি ভারতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত নন। গতকালকের ঐতিহাসিক জয়টি হয়তো তিনি তাঁর শহর বেঙ্গালুরুতে বসেই উপভোগ করেছেন। ভারতীয় দলের দুর্দান্ত এই জয় তাঁকে আনন্দিত করেছে, গর্বিত করেছে।

ভারতের সাবেক এই অধিনায়ক কিন্তু না থেকেও কাল ব্রিসবেনে ছিলেন। তিনি ছিলেন তাঁর ছাত্রদের জন্য আশীর্বাদ হয়ে, অনুপ্রেরণা হয়ে। এই যে ঋষভ পন্ত, শুবমন গিল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজরা অসাধারণ হয়ে উঠে ভারতকে গর্বিত করলেন—এর নেপথ্যে তো আছেন ওই রাহুল দ্রাবিড়ই।

ভারতের নতুন ‘ম্যাচ উইনার’ ঋষভ পন্ত।
ছবি: এএফপি

কিছুদিন আগেই শহীদ আফ্রিদি বলেছিলেন কথাটা। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারদের তিনি পরামর্শ দিয়েছিলেন ‘রাহুল দ্রাবিড়’ হওয়ার। ব্যাপারটি কিছুই নয়, আফ্রিদির পরামর্শ ছিল রাহুল যেভাবে ভারতের জন্য নতুন তারকা সৃষ্টিতে অবদান রাখছেন, পাকিস্তানি সাবেকরা যেন ঠিক সেটিই করেন। এতে উপকৃত হবে পাকিস্তানের ক্রিকেটই। আফ্রিদির এই কথাটা সাবেকদের সমালোচনা করে বলা হলেও কথাটা কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং এটি প্রযোজ্য ক্রিকেট খেলুড়ে সব দেশের জন্যই। বিশেষ করে উপমহাদেশের দেশগুলোর জন্য।

ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান হিসেবে এখন দায়িত্ব পালন করছেন রাহুল। বেঙ্গালুরুতে অবস্থিত এই একাডেমিকে ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে বলা হলেও কম বলা হয়। গত কয়েক বছর ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই তারকা একাডেমি প্রধান হিসেবে যা যা করেছেন, গতকাল ব্রিসবেনের দারুণ জয়টি দিয়ে সেটিই সবার চোখের সামনে উঠে এসেছে। সাবেক তারকা হিসেবে তাঁর সামনে অনেক কিছু করারই সুযোগ ছিল। তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারতেন মর্যাদা নিয়ে, কোচ হিসেবে কিংবা অন্য কোনো ভূমিকায়। সারা দুনিয়া ঘুরে বিশেষজ্ঞ মতামত দেওয়ার কাজটাও তিনি করতে পারতেন, ধারাভাষ্যকার হিসেবে।

নিজের মতো করেই শুবমন গিলকে গড়েছেন রাহুল ।
ছবি: এএফপি

কিন্তু তিনি সেগুলোর ধারকাছ দিয়েও যাননি। তরুণ ক্রিকেটার তৈরিতে কাজ করেছেন। জাতীয় দল বাদ দিয়ে তরুণ ক্রিকেটারদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন; অনূর্ধ্ব–১৯ ও ‘এ’ দলের সঙ্গে কাজ করেছেন। মনোযোগটা পুরোপুরি রেখেছেন আগামীর ভিত তৈরিতে। এই যে শুবমন গিল সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করলেন, ঋষভ পন্তের মধ্যে ভারত খুঁজে নিল একজন ম্যাচ উইনারকে, ওয়াশিংটন সুন্দর ব্যাটে–বলে রাখলেন বীরত্বপূর্ণ অবদান, মোহাম্মদ সিরাজ হয়ে উঠলেন গতি–আক্রমণের বড় অস্ত্র—এসবের পেছনেই তো আছেন রাহুল।

ওয়াশিংটন সুন্দর যেন সুযোগের অপেক্ষাতেই ছিলেন।
ছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন প্রায় এক দশক হতে চলল। কিন্তু ভারতীয় ক্রিকেটে তিনি এখনো আগের মতোই প্রাসঙ্গিক। সারা পৃথিবীর ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য অনন্য উদাহরণ। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ভারতের অনূর্ধ্ব–১৯ ও ‘এ’ দলের হেড কোচ হিসেবে তিনি ভারতীয় ক্রিকেটের যোগ্য পরম্পরা তৈরির কাজটা কী দুর্দান্তই না করেছেন। এই দুই দলে যে তরুণদের অভিভাবক ছিলেন তিনি, তাঁরাই এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সম্পদ। রাহুল তাঁদের ভিত গড়ে দিয়েছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তরুণ ক্রিকেটাররা যেভাবে অবদান রাখলেন, সেটি তো রাহুল দ্রাবিড়ের তৈরি করে দেওয়া ভিত্তিরই ফল, খেলোয়াড়দের মধ্যে রাহুল যে আত্মবিশ্বাসটা ঢুকিয়ে দিয়েছেন, সেটিরই ধ্রুপদি বহিঃপ্রকাশ।