ভরা গ্যালারিতে বিশ্বকাপের ফাইনালের জন্য চিঠি

টি–টোয়েন্টি বিশ্বকাপে এমন ভরা গ্যালারি দেখতে চায় বিসিসিআই ও ইসিবি। ছবিটি চলতি আইপিএলেরছবি: আইপিএল

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি দর্শক থাকবেন গ্যালারিতে, নাকি ফাঁকা গ্যালারি রেখেই হবে খেলা?

বিশ্বকাপ যত এগিয়ে আসছে, এ প্রশ্নের উত্তর জানতে আগ্রহীদের সংখ্যাটাও বাড়ছে। টেলিভিশনে নয়, যাঁদের সুযোগ আছে, তাঁরা আসলে মাঠে গিয়েই খেলা দেখতে চান। কিন্তু সত্যিটা হচ্ছে, এখন পর্যন্ত মাঠে দর্শক রাখার ব্যাপারে নির্দিষ্ট কিছু বলেনি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সংযুক্ত আরব আমিরাতের সরকারও সে রকম কোনো অনুমতি দেয়নি। তবে অন্তত ফাইনালে যত বেশি পারা যায় দর্শক রাখার পক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড ইসিবি।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর, ফাইনালে ২৫ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দিতে আমিরাত সরকারের কাছে অনুরোধ করে চিঠি পাঠিয়েছে বিসিসিআই ও ইসিবি।

এই টি-টোয়েন্টি বিশ্বকাপটা হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আয়োজক ভারত আইসিসির অনুমতি নিয়েই পুরো টুর্নামেন্টটা ওমান ও সংযুক্ত আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেয়। ১৭ অক্টোবর ওমানের মাসকাটে আল আমেরাত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম পর্বের প্রথম ম্যাচ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল হবে ১৪ নভেম্বর। এখন পর্যন্ত কোনো ম্যাচেই দর্শক রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি বা আমিরাত সরকার। তবে পরীক্ষামূলকভাবে আইপিএলের এই পর্বের ম্যাচগুলোতে গ্যালারিতে সীমিত দর্শক ঢোকার অনুমতি দিয়েছে আমিরাত সরকার।

গ্যালারিতে দর্শক না থাকলে টি–টোয়েন্টি বিশ্বকাপের আবেদন অনেকটাই কমবে
ছবি: আইপিএল

আমিরাতের বর্তমান নিয়মানুসারে যেকোনো খেলায় গ্যালারিতে ধারণক্ষমতার সর্বোচ্চ ১০ ভাগ দর্শক থাকতে পারবেন। সেটাও দেশটির করোনা নীতিমালা মেনে। শারজায় যেমন মাঠে ঢোকার শর্ত হচ্ছে—১৬ বছরের বেশিদের অবশ্যই করোনা টিকা নেওয়া থাকতে হবে এবং মাঠে ঢোকার আগের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টে নেগেটিভ হতে হবে।

পিসিআর টেস্টের ক্ষেত্রে আবুধাবিতেও প্রায় একই শর্ত, তবে সেখানে ১২ থেকে ১৫ বছর বয়সী দর্শকের জন্য করোনার টিকা নেওয়া থাকাটা বাধ্যতামূলক নয়।

ধারণা করা হচ্ছে, আইপিএলের ম্যাচগুলোতে এই সীমিতসংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দিয়ে আসলে বিশ্বকাপের আগে পরিস্থিতিটা বুঝতে চায় আমিরাত সরকার। যদি পরিস্থিতি ভালো থাকে, তাহলে হয়তো একই নিয়মে বিশ্বকাপের সময়ও মাঠে দর্শক ঢোকার অনুমতি দিতে পারে আমিরাত সরকার।

করোনা পরিস্থিতি ভালো থাকলে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দিতে পারে আমিরাত সরকার
ফাইল ছবি: এএফপি

বাকি সব ম্যাচগুলোতে দর্শক থাকুক বা না থাকুক, অন্তত ফাইনালে দর্শক রাখতে চায় বিসিসিআই ও ইসিবি। বার্তা সংস্থা এএনআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র বলেছে, ‘বিসিসিআই ও ইসিবি যত বেশি পারা যায় দর্শককে ফাইনালের দিন মাঠে রাখতে চায়। সব নিময়কানুন মেনে যদি এই অনুমতি দেওয়া হয়, তাহলে মাঠে রোমাঞ্চকর একটা আবহ থাকবে। দুই বোর্ডই কর্তৃপক্ষের কাছে এই অনুমতি চেয়েছে।’

সূত্রের দাবি, ২৫ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দিতে আমিরাত সরকারের কাছে অনুরোধ করে চিঠি পাঠিয়েছে বিসিসিআই ও ইসিবি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতাই ২৫ হাজার। তার মানে ভরা গ্যালারিতেই ফাইনাল চায় বিসিসিআই ও ইসিবি।