ভাঙা আঙুল নিয়ে বোলিং, ঢাকা টেস্ট থেকে বাদ নাঈম

নাঈম হাসানফাইল ছবি

নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের স্ট্রেট ড্রাইভ থামাতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি।

আজ এক্স রে করানোর পর জানা গেছে, নাঈমের আঙুলটি ভাঙা। তবু ব্যথা নিয়ে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন বোলিং করে গেছেন তরুণ এই অফ স্পিনার।

আঙুলের চোট সারতে নাঈমের এক মাসের মতো সময় লাগবে। তাই শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না নাঈমের। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চট্টগ্রাম টেস্ট দিয়ে প্রায় ১৫ মাস পর জাতীয় দলে ফিরেছিলেন নাঈম। মেহেদী হাসান মিরাজ ঢাকা প্রিমিয়ার লিগের সময় চোট পাওয়ায় নাঈমের কপাল খোলে। সুযোগটা কাজেও লাগিয়েছেন তিনি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ১০৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৭৯ রান দিয়ে কোনো উইকেট পাননি।