ভারত-পাকিস্তান সিরিজের জন্য সৌরভের দিকেই চেয়ে আছে পাকিস্তান

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করবেন সৌরভ? ছবি: এএফপি
ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করবেন সৌরভ? ছবি: এএফপি
>

২০০৪ সালে দলকে নিয়ে পাকিস্তান সফর করানোর জন্য অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলী যেমন ভূমিকা রেখেছিলেন, এখন বিসিসিআই-প্রধান হিসেবেও একই ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক রশিদ লতিফ

রাজনৈতিক বিরোধের উত্তাপ ভারত ও পাকিস্তানের ক্রিকেটে বেশ ভালোভাবেই পড়েছে, বহু বছর ধরেই ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আয়োজিত হয় না। কিন্তু নতুন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী দুই দেশের মধ্যকার এই বরফ গলাতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক রশিদ লতিফ।

এর আগে ২০০৪ সালে, পাকিস্তানে সফর করার ব্যাপারে বিসিসিআইয়ের আগ্রহ ছিল না মোটেও। তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর আগ্রহ ও উদ্যোগেই পাকিস্তানে যেতে রাজি হন অন্যান্য ক্রিকেটার, বোর্ডও সম্মত হয় তাঁর সঙ্গে। ফলে সফল একটা সিরিজ আয়োজিত হয়। সিরিজে জয় ভারতেরই হয়, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানে জেতে ভারত। টেস্ট সিরিজটিও তারা জিতে নেয় ২-১ ব্যবধানে।

সে স্মৃতি রোমন্থন করে রশিদ লতিফ চাইছেন সৌরভ তাঁর সেই জাদু আরেকবার দেখান, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ তাঁর উদ্যোগেই চালু হোক আবার। এখন আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া দুই দেশের মধ্যে কোনো ম্যাচই আয়োজিত হয় না। সে বাধাটা যেন দূর হয়ে যায়, সে জন্য সৌরভের দিকে তাকিয়ে আছেন রশিদ। দ্য নেশন পত্রিকায় জানিয়েছেন, ‘একজন ক্রিকেটার এবং বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভ এহসান মানি ও পিসিবিকে সাহায্য করতে পারবে।’

পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক মনে করেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নতি সাধন করার জন্য দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের বিকল্প নেই। দুই দেশের মানুষও চায় নিয়মিত এই সিরিজ দেখতে, ‘ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আয়োজিত না হলে দুই দলের সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। বিশ্ব চায় ভারত-পাকিস্তান সিরিজ দেখতে। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানকেও এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে, যেন সেরা ক্রিকেট দলগুলো পাকিস্তান সফর করে। ২০০৪ সালে বিসিসিআই যখন রাজি ছিল না, তখন সৌরভই সবাইকে এনেছিল এখানে। এটা ভারত মনে রেখেছে কারণ বহুদিন পর তারা এখানে জিতেছিল।’