ভারতকে জেতানোর পথে অশ্বিনের বিশ্ব রেকর্ড

আরেকটি রেকর্ড হলো অশ্বিনের।ছবি: এএফপি

মেলবোর্নে জেতার জন্য দ্বিতীয় ইনিংসে মাত্র ৭০ রান দরকার ছিল ভারতের। টেস্টে এত কম লক্ষ্য তাড়া করে কখনো না হারা ভারতকে নতুন কোনো রেকর্ড গড়তে হয়নি। অধিনায়ক অজিঙ্কা রাহানের দায়িত্বশীল ব্যাটিং দলকে এনে দিয়েছে ৮ উইকেটের জয়। টেস্ট সিরিজে ১-১ সমতা ফেরার পর এখন সিডনিতে তৃতীয় টেস্ট হতে পারবে কি না, সে নিয়েই যা একটু অনিশ্চয়তা।

গতকাল ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পরই অস্ট্রেলিয়ার হার নিশ্চিত হয়ে গিয়েছিল। ম্যাচটা দীর্ঘ হয়েছে ক্যামেরন গ্রিন ও প্যাট কামিন্সের দৃঢ়তায়। মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা এ দুজনকে ফেরানোর পর শুধু ভারতের লক্ষ্য কত বড় হয়, সেটা জানার অপেক্ষা ছিল। দলীয় ২০০ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে হ্যাজলউড আউট হওয়ার পর জানা গেল, মাত্র ৭০ করলেই চলবে ভারতের।

হ্যাজলউডকে আউট করেই অশ্বিন ম্যাচে তাঁর পঞ্চম উইকেট বুঝে নিয়েছিলেন। আর এ উইকেটের সুবাদেই একটি বিশ্ব রেকর্ড হয়ে গেল তাঁর।

ওয়েডের সঙ্গে ভালো লড়াই হয়েছে অশ্বিনের।
ছবি: এএফপি

প্রথম ইনিংসে ম্যাথু ওয়েডকে ক্যাচআউট করেছিলেন অশ্বিন। আর দ্বিতীয় ইনিংসে হ্যাজলউডকে বলের দিক বুঝতে না দিয়ে বোল্ড করেছিলেন। ম্যাচে অশ্বিনের শিকারের মধ্যে এ দুজনই বাঁহাতি। আর রেকর্ডটাও বাঁহাতি ব্যাটসম্যান–সম্পর্কিত। টেস্টে অশ্বিনের বলে বাঁহাতি ব্যাটসম্যান আউট হওয়ার ১৯১ ও ১৯২তম নজির এ দুই ঘটনা। টেস্ট ক্রিকেটে এত বেশি বাঁহাতি ব্যাটসম্যান আউট করেননি আর কোনো বোলার।

টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি মুত্তিয়া মুরালিধরনের উইকেট সংখ্যা ৮০০। এর মধ্যে বাঁহাতি ব্যাটসম্যানের সংখ্যা ১৯১। এত দিন এটাই ছিল রেকর্ড। মেলবোর্নের প্রথম ইনিংসে কিংবদন্তির পাশে বসেছেন অশ্বিন। আর দ্বিতীয় ইনিংসে তাঁকে ছাড়িয়ে গেলেন। তবে বাঁহাতি শিকারে মুরালির চেয়ে অফ স্পিন উত্তরসূরি অশ্বিন যে বহুগুণে এগিয়ে, সেটা তো পরিসংখ্যানেই পরিষ্কার। মুরালির নেওয়া উইকেটের ২৩.৮৭ ভাগ ছিল বাঁহাতি ব্যাটসম্যান। ওদিকে অশ্বিনের টেস্ট ক্যারিয়ারের ৫১.২০ ভাগ উইকেটই বাঁহাতির!

দেশের বাইরেও সাফল্য পাচ্ছেন অশ্বিন।
ছবি: এএফপি

বাঁহাতি ব্যাটসম্যানের জন্য অশ্বিন যে যম আকারে আবির্ভূত হন, সেটা অবশ্য আগ থেকেই পরিষ্কার। এ কারণেই টেস্টে সবচেয়ে বেশি বাঁহাতির উইকেট পাওয়ার তালিকায় অশ্বিন ছাড়া বাকি সবাই সর্বোচ্চ উইকেট পাওয়ার তালিকার শীর্ষ পাঁচে আছেন।

অশ্বিন ও মুরালির পরই আছেন জেমস অ্যান্ডারসন। পেসারদের মধ্যে একমাত্র বোলার হিসেবে ৬০০ উইকেট পাওয়া এই ইংলিশের সংগ্রহের ১৮৬টি বাঁহাতি ব্যাটসম্যানদের। একই দিনে একই টেস্টে অবসরে যাওয়া পেসার গ্লেন ম্যাকগ্রা ও লেগ স্পিনার শেন ওয়ার্ন আছেন এরপরই। উইকেটের দিক থেকে শেন ওয়ার্ন ১৪৫ ব্যবধানে এগিয়ে থাকলেও বাঁহাতি শিকারে দুজনই আছেন সমতায়। ৭০৮ উইকেট পাওয়া ওয়ার্ন ও ৫৬৩ উইকেট পাওয়া ম্যাকগ্রা বাঁহাতিদের আউট করেছেন ১৭২ বার। শীর্ষ পাঁচে থাকা অন্যজন উইকেট শিকারের তাইকার তিনে থাকা অনিল কুম্বলে (৫১৯ উইকেট)। ভারতের সাবেক অধিনায়কের লেগ স্পিনের কাছে হার মেনেছিলেন ১৬৭ জন বাঁহাতি ব্যাটসম্যান।