ভারতীয় করোনার ভয়েই সাকিব-মোস্তাফিজের কঠিন কোয়ারেন্টিন

আইপিএল কর্তৃপক্ষের বিশেষ ভাড়া করা বিমানে আজ দেশে ফিরেছেন মোস্তাফিজ ও সাকিব। সঙ্গে ছিলেন মোস্তাফিজের স্ত্রীও।ছবি: ফেসবুক

আইপিএলে যত দিন ছিলেন, করোনা পরীক্ষার মধ্যেই ছিলেন। প্রতিবারই হয়েছেন নেগেটিভ। পরশু ভাড়া করা বিমানে দেশে ফিরে সরকারের নিয়ম মেনে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান দুজনই আছেন ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এর মধ্যেও চলছে করোনা পরীক্ষা।

পরশু নমুনা দিয়ে আজ যেমন নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। আজ করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন আইপিএল–ফেরত আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমানও। কাল তাঁর পরীক্ষার ফল আসার কথা।

বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন পাওয়া গেছে। আর সেটি পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সাকিব, মোস্তাফিজ ভারত থেকে ফেরাতেই তাঁদের ব্যাপারে বাড়তি সতর্কতা বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। প্রথম আলোকে আজ মুঠোফোনে তিনি বলেন, ‘সরকারের নিয়ম অনুযায়ী তারা দুজনই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে। তাদের করোনা পরীক্ষাও হচ্ছে।’

কিন্তু সামনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সাকিব, মোস্তাফিজ দুজনই আছেন ২৩ সদস্যের প্রাথমিক দলে। সিরিজের প্রস্তুতিতে যোগ দেওয়ার জন্য তাঁদের কোয়ারেন্টিন শিথিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘টানা কয়েকটি পরীক্ষায় নেগেটিভ এলে হয়তো কর্তৃপক্ষ সেটি বিবেচনা করতে পারে।’

সাকিব-মোস্তাফিজ; আইপিএল থেকে ফিরেছেন।
ফাইল ছবি : প্রথম আলো

শ্রীলঙ্কাফেরত বাংলাদেশ দলের বাকি ক্রিকেটারদের ক্ষেত্রে ব্যাপারটা এত কঠিন হবে না বলেই আশা বিসিবির প্রধান নির্বাহীর, ‘শ্রীলঙ্কা থেকে যারা এসেছে, ওরা সবাই কোভিড পরীক্ষা করাচ্ছে। যেসব খেলোয়াড় নেগেটিভ হবে, তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবে। আশা করি, কাল থেকে অনুশীলনের সুযোগ পাবে তারা।’
শ্রীলঙ্কা দলের বাংলাদেশে আসার কথা ১৬ মে। ঢাকায় এক সপ্তাহের কোয়ারেন্টিন করতে হবে তাদের। প্রথম তিন দিন হোটেলে রুম কোয়ারেন্টিনের পর চার দিন ছোট ছোট ভাগ হয়ে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের কোয়ারেন্টিন ছাড়কে অনেকেই ‘বিশেষ সুবিধা’ মনে করে সমালোচনা করছেন। যদিও ব্যাপারটা সে রকম নয় বলেই মন্তব্য করেছেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘এটা কিন্তু কারও প্রতি বিশেষ সুবিধা নয়। আন্তর্জাতিক ক্রিকেট বা খেলাধুলার জন্য আলাদা প্রটোকল আছে। খেলোয়াড়দের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে আসতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরীক্ষা করাতে হয়। টেস্টে নেগেটিভ হলেই কেবল তারা খেলায় অংশ নিতে পারে। বিদেশ থেকে যাঁরা সাধারণ যাত্রীবাহী বিমানে আসছেন, তাঁদের সঙ্গে খেলোয়াড়দের মেলালে হবে না।’